তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাড. মাহবুবুর রহমান ১৫ ফেব্রুয়ারী মনোনয়নপত্র বুড়িচং উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার আব্দুর রশিদেও নিকট দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন- আনোয়ারুল হোসেন, কুমিলা জেলা (দঃ) কৃষকলীগরে সেচ ও ধান গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাড. মোঃ বোরহান উদ্দিন (টুটুল)।
জানা যায়- কুমিলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন পরিষদস্থিত জিয়াপুর গ্রামের মৃত খলিলুর রহমান ভূইয়া’র ছেলে অ্যাড. মাহবুবুর রহমান কুমিলা লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি, কুমিলা আইন কলেজের সাবেক ভিপি, আওয়ামী আইনজীবী পরিষদ সম্পাদক, রেড ক্রিসেন্ট সোসাইটি’র আজীবন সদস্য, কার ও মাইক্রোবাস মালিক সমিতি’র সভাপতি, বুড়িচং থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, প্রতিবন্ধী স্কুলের সম্পাদক, জমি বন্ধকী ব্যাংক এর পরিচালক, ৭১ এর ঘাতক দালার নির্মূল কমিটি’র সভাপতি, কুমিলা কালচারাল কমপ্লেক্সের অর্থ সম্পাদক। এছাড়াও অ্যাড. মাহবুব একজন সমাজসেবক।