বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধি : বরিশাল বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষদিনে ৪র্থ বারের উপজেলা নির্বাচনে ৩ টি পদের বিপরীতে ১৮ জন প্রার্থীর তাদের মনোনয়নপত্র দাখিল করেছে।
এরমধ্যে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন উপজেলা আওয়ামীলীগ মনোনিত প্রার্র্থী উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক সরদার খালেদ হোসেন স্বপন, উপজেলা বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন বাবুগঞ্জের কৃতি সন্তান,বরিশাল মহানগর বিএনপির সদস্য,শিল্পপতি মাহাবুবুর রহমান সোহাগ, এছাড়াও মনোনয়নপত্র দাখিল করেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান সুলতান আহম্মেদ খান, উপজেলা বিএনপির সহ-সভাপতি কামরুল হাসান হিমু, উপজেলা বিএনপির সভাপতি ইসরাত হোসেন কচি, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক ওয়াহিদুল ইসলাম প্রিন্স, ওয়াকার্স পার্টির মনোনিত জেলা ওয়াকার্স পার্টির নেতা বজলুর রহমান মাষ্টার,ইসলামী আন্দোলনের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন মাওলানা মোঃ মিজানুর রহমান।
ভাইস চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তার হলেন- আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান শিকদার, জেলা জামায়াত ইসলামের সেক্রেটারী বর্তমান ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান অলিদ , মুক্তি যোদ্ধা রত্তন আলী শরীফ(বীর প্রতীক),ইশা আন্দোলনের প্রার্থী মাওঃ নূর উদ্দিন খান,সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন আলী’গ নেতা শামসুজ্জামান খোকন,সতন্ত্র হিসেবে আনিসুর রহমান খান।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন আওয়ামীলীগ মনোনিত প্রার্থী রিফাত জাহান তাপসী , এছাড়াও সতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব মনোনয়ন পত্র দাখিল করেন। অপরদিকে বিএনপির মনোনিত মহিলা ভাইস-চেয়াম্যান প্রার্থী হিসেবে রেসমা রহমান, সতন্ত্র প্রার্থী হিসেবে যুব মহিলা লীগ নেত্রী সালমা আক্তার মনোনয়ন পত্র দাখিল করেন। বাবুগঞ্জ উপজেলা সহকারী রির্টানিং অফিসার মোঃ আব্দুল হাই আল-হাদী এ তথ্য নিশ্চিত করে বলেন বাবুগঞ্জ উপজেলায় ৩টি পদের জন্য সর্বমোট ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ১৭ ফেব্রুয়ারি বাছাই, প্রত্যাহারের শেষ দিন ২৪ ফেব্রুয়ারি , ভোটগ্রহণ ১৫ মার্চ।