পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় সুন্দর বন দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সুশীলন সুন্দরী প্রকল্পের উদ্যোগ এবং কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড ও বন বিভাগের সহায়তায় শুক্রবার সকালে এক বর্নাঢ্য র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে চাঁদখালি ইউনিয়ন পরিষদ ভবনে ইউপি চেয়ারম্যান আল হাজ্ব মুনছুর আলী গাজীর সভাপতিত্বে “বিশ্ব ভালবাসা দিবসে, সুন্দর বন কে ভালবাসুন” প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য আব্দুলাহ আল মামুন, হাফিজুর রহমান, সুশীলনের উপজেলা ব্যবস্থাপক হায়দার আলী ভূঁইয়া ও সিবিও লিডারসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি বর্গ।
পাইকগাছায় উপজেলা পাবলিক পলিসি ফোরামের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছা : খুলনার পাইকগাছায় উপজেলা পাবলিক পলিসি ফোরামের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজ চত্ত¡রে ইউপি সদস্য জালাল আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, শিক্ষক অখিল কুমার সরকার, সাংবাদিক এস,এম, আলাউদ্দিন সোহাগ, আব্দুল আজিজ, এন. ইসলাম সাগর, ইউপি সদস্য আমেনা বেগম, মুসলিমা বেগম, নিরজ কান্তি রায়, সখিনা বেগম, সাইদুল ইসলাম, মুজিবর রহমান, শেখ জাহাঙ্গীর ও নবলোকের উপজেলা সমন্বয়কারী সৈয়দ ইসতিহাক। সভায় উপজেলা নির্বাচনে ফোরামের ভূমিকা ও ফোরামের স্থায়িত্বশীলতার উপর গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।