চুয়াডাঙ্গা প্রতিনিধি : ‘উদ্যমে উত্তরণে শতকোটি’ এ শ্লোগানে নারীর প্রতি সহিংসা প্রতিরোধের ডাক দিয়ে চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকাল ১১টায় শুরু হয় এ মানববন্ধন। মানববন্ধনে চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আলোচনায় অংশ নেন স্থানীয় সামাজিক সংগঠন জেলা লোকমোর্চার সভাপতি অ্যাডভোকেট আলমগীর হোসেন, অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, জহির রায়হান, মরিয়ম শেলী, নূঝাত পারভীন প্রমুখ।
মানববন্ধন শেষে নির্যাতন বিরোধী ঘোষণাপত্রে সাক্ষর করেন অংশগ্রহণকারিরা।