চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর-কালিগঞ্জ সড়কে অভিযান চালিয়ে ২০ লাখ টাকার ভারতীয় ওষুধ, কসমেটিকস ও থ্রি-পিচ জব্দ করেছে জীবননগর স্পেশাল ক্যাম্পের বিজিবি জওয়ানরা। শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে এ মালামাল জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর স্পেশাল ক্যাম্পের হাবিলদার মিন্টু সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জীবননগর-কালিগঞ্জ সড়ক থেকে একটি গাড়ি আটক করে। পরে গাড়িটিতে তল্লাশী চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, কসমেটিকস ও থ্রি-পিচ জব্দ করেন। এসব মালামালের মূল্য ২০ লাখ টাকা বলে বিজিবি জানান।