শ্যামলবাংলা ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টির মন্ত্রিত্ব নেওয়া ঠিক হয়নি। মন্ত্রিত্ব না নিলেই ভাল হত। তিনি ১৫ ফেব্রুয়ারী শনিবার রাজধানীর বনানী বিদ্যা নিকেতন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওই কথা বলেন।
এসময় তিনি সরকারে অংশীদারিত্ব থাকায় জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকা কতটা পালন করতে পারবে- এমন এক প্রশ্নের জবাবে বলেন, সবার মনে প্রশ্ন আছে, আমার মনেও আছে। তবে প্রধানমন্ত্রী মনে করেন, ঐকমত্যের সরকার হওয়া সত্ত্বেও আমরা সরকারের বিরোধিতা করতে পারব। সরকারের মন্ত্রী না নিলে ভালো হতো। যেহেতু মন্ত্রিত্ব নেওয়া হয়ে গেছে, এখন সরকারের সমালোচনা করা কর্তব্য হয়ে গেছে।
জাতীয় পার্টির ভূমিকা প্রসঙ্গে এরশাদ বলেন, সরকারের সামালোচনা করা বিরোধী দলের কাজ। সেটা করতে পারলেই সরকার ও জনগণের কল্যাণ হবে। জাতীয় পার্টি মন্ত্রিসভায় না গেলে সত্যিকারের বিরোধী দলের ভূমিকা পালন করতে পারতো।
গত বুধবার জাতীয় পার্টির তৃলমূলের মতবিনিময় সভায় এরশাদ প্রকাশ্যেই বলেন, নির্বাচনে অংশ নিতে তিনি রাজী ছিলেন না। তার নির্দেশ অমান্য করে জাতীয় পার্টির কিছু নেতা নির্বাচনে অংশ নিয়েছেন। এসব নেতাকে তার কাছে ফিরে আসারও নির্দেশ দেন তিনি। তবে শনিবার আগের চেয়ে নমনীয় অবস্থানে ছিলেন এরশাদ। দলের ওপর অন্য কারো কর্তৃত্ব নেই বলেও দাবি করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
বিএনপি নেতৃত্বাধীন ১৯ দল বর্জন করলেও গত ৫ জানুয়ারির নির্বাচনে রওশন এরশাদের নেতৃত্ব অংশ নেয় জাতীয় পার্টি। ৩৪ আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হয় তারা। বিরোধী দল হলেও মন্ত্রিসভায় জাতীয় পার্টির তিন সাংসদ রয়েছেন। এরশাদ নিজেও মন্ত্রী পদমর্যদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে নিয়োগ পেয়েছেন।