গোসাইরহাট(শরীয়তপুর) প্রতিনিধি : আগামী ১৯ শে ফেব্রুয়ারী -২০১৪ইং রোজ বুধবার এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপজেলায় আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীঃ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জনাব সৈয়দ নাসির উদ্দিন নাসির (আনারস), ভাইস চেয়ারম্যান প্রার্থী দেওয়ান মোঃ শাহজাহান (মাইক) মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীঃ মাহফুজা বেগম (বিঃ পাখা)। বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থীঃ জনাব শাহেদ পারভেজ আব্বাস মোল্লা (মটরসাইকেল), ভাইস চেয়ারম্যান (পুরুষ) কামরুজ্জামান মজনু (চশমা), মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীঃ ফেরদৌসী বেগম (হাঁস), আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীঃ বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব ফজলুর রহমান ঢালী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম (পদ্মফুল), রাজিয়া বেগম (কলস), বিদ্রোহী ভাইস চেয়ারম্যান (পুরুষ) মোঃ আলতাফ হোসেন (জাহাজ), সামসুউদ্দিন আহম্মদ (তালা), চৌধুরী আহসান সিদ্দিক লাবু (উরোজাহাজ), চৌধুরী গোলাম রেজওয়ান (বি পাখা), চৌধুরী মনিরুজ্জামন মানিক (বই)। বিএনপির বিদ্রোহী ভাইস চেয়ারম্যান পুরুষঃ চৌধুরী মাহফুজুর রহমান উজ্জল (টিউবওয়েল), মোঃ আনোয়র হোসেন (টিয়া), আবুল কালাম (টাইপ মেশিন), বিএনপির বিদ্রোহী মহিলা ভাইস চেয়ারম্যানঃ নুসরাত জাহান সাথী (ফুটবল), জনমত জরিপে নির্বাচনী প্রচারে মাঠে এগিয়ে রয়েছেন জনাব সৈয়দ নাসির উদ্দিন নাসির। জামাতের মনোনীত প্রার্থী মোহম্মদ নাসির উদ্দিন (কাপপিরিচ), এ আসনে চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়াম্যান পুরুষ (১০জন), মহিলা ভাইস চেয়ারম্যান (৬জন) নির্বাচনে প্রতিযোগিতা করছেন। এই উপজেলায় ভোটার সংখ্যা ইদিলপুর ইউনিয়ন ২২৭৬১, কোদালপুর ১৩২৯২, কুচাইপট্টি ১০৮৯৩, আলাওলপুর ১০১৩০, গোসাইরহাট ৭৭৭৫, নলমুরী ৮৫৬১, নাগের পাড়া ১৫৬১৮, সামন্তসার ৬২৪৫, নির্বাচনের শেষ মুহুর্তে প্রচার প্রচারনা, মাইকিং ও পোস্টারে ছেয়ে গেছে পুরো নির্বাচনী এলাকা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থী ও তাদের কর্মীরা গনসংযোগ চালিয়ে যাচ্ছেন। গোসাইরহাটের উপজেলা পরিষদ নির্বাচনে অতি গোপনে বিএনপি’র কর্মীরা সংঘঠিত হচ্ছে, তাদের প্রার্থী বিজয়ী করতে। পাশাপাশি মোহম্মদ নাসির (জামাত) তাদের রিজার্ভ ভোটার রয়েছে প্রায় সাত হাজার। আওয়ামীলীগের বর্তমান চেয়ারম্যান সদ্য দল থেকে বহিস্কৃত জনাব ফজলুর রহমান (দোয়াত কলম) মাঠে সরব থাকায়, আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সৈয়দ নাসির উদ্দিন নাসির শক্ত অবস্থানে থাকলেও তার বিজয় নিশ্চিত করতে কর্মীদের আরোও কঠোর পরিশ্রম করা প্রয়োজন বলে অভিজ্ঞ মহল মত প্রকাশ করছেন।