চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার দামুড়হুদার জগন্নাথপুর এলাকায় পুলিশ অভিযান চালিয়ে জোড়াখুন মামলার প্রধান আসামি আলীহিম (৩২) নামে চরমপন্থী দলের সদস্যকে আটক করেছে।
শনিবার দুপুর ১ টায় তাকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে। সে দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর গ্রামের মুরশিদ আলীর ছেলে।
পুলিশ জানায়, দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর গ্রামে অভিযান চালিয়ে চরমপন্থী দলের ও জোড়াখুন মামলার প্রধান আসামি আলিহিমকে আটক করে।
উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি রোববার গভীর রাতে দামুড়হুদার চারুলিয়া কানাইবাবুর আমবাগানের কাছে শাহাবুর আলী ও সেলিম উদ্দীন নামে ২ পুর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সদস্যকে কুপিয়ে ও গলা কেটে করে হত্যা করে দুর্বৃত্তরা।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, আটককৃত আলিহিম-এর কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।