তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : পরিবারের লোকজন প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় বিশ্ব ভালোবাসা দিবসে বিষপানে আত্মহত্যা করতে চেয়েছিল প্রেমিক যুগল। শুক্রবার রাত (বিশ্ব ভালবাসা দিবস) কুমিলা মহানগরীর বজ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। অসুস্থ অবস্থায় কুমিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন প্রেমিক রূপ মিয়া (৩২) ও প্রেমিকা সুমি আক্তার (১৭)। তবে এ নিষ্ঠুর পৃথিবীতে মিলন না হলেও অন্য পৃথিবীতে মিলন হবে এমন আশাতেই এই যুগল বিষপান করলেও তাদের আশা মেটেনি। এ যাত্রায় বেচে গেছেন দুই যুবক-যুবতী।
প্রত্যক্ষদর্শীরা জানায়- রূপ মিয়া ও সুমির দীর্ঘদিনের ভালোলাগা এক সময় রূপ নেয় ভালোবাসায়। এক সময় তারা ঘর বাঁধার স্বপ্ন দেখতে শুরু করে। শেখ সাদীর পুত্র রূপ মিয়া তার পছন্দের প্রেমিকা সদর দক্ষিন উপজেলার পাঠান কোট গ্রামের জুলফু মিয়ার কনিষ্ঠ কন্যা সুমি আক্তারের পরিবারে বিয়ের প্রস্তাব পাঠায়। কিন্তু বাঁধ সাধে সুমির পরিবারের লোকজন। বিয়ের প্রস্তাব প্রতাখ্যাান করে তারা। ঘর বাধতে ব্যর্থ হয়ে একসাথেই পৃথিবীর মায়া ত্যাগ করার সিদ্ধান্ত নেয় প্রেমিক যুগল। কিন্তু বিধি বাম। আত্নহত্যার চেষ্টা করে এ যাত্রায় বেঁচে গেল তারা। ঘরবাধার স্বপ্ন বিফলে গেলে প্রেমিক রূপ মিয়া ও প্রেমিকা সুমি আক্তার উভয়ই বিষপানের সিদ্ধান্ত নেয়। পৃথিবীর মায়াত্যাগ করে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় ভালোবাসার দিনটিতেই। বিষ পান করে আত্মহত্যার চেষ্টাকালে গুরুতর অসুস্থ অবস্থায় তাদের পরিবার দুই জনকেই কুমিলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে। বর্তমানে আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানান। এ নিয়ে দু’পরিবারের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।