কুমিল্লা প্রতিনিধি : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে কুমিলা মহানগরীর কালিয়াজুরী পিটিআই মাঠে বিনোদন নিবেদনের এক অন্যন্য সংগঠন রিমিক্স ডান্স গ্রুপের ৭ম বর্ষ পূর্তি বর্ণিল আয়োজনে পালিত হয়েছে। জমকালো অনুষ্ঠানমালার মধ্যে ছিল প্রতিষ্ঠা বার্ষিকী কেক কাটা, শ্রেষ্ঠ পিতা-মাতা সংবর্ধনা, আপনজন সম্মাননা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং সবশেষে নৃত্যের ঝংকারে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে বিশিষ্ট্য সমাজসেবক অ্যাড. সামছুল আলম এর সভাপতিত্বে অতিথি ছিলেন- কুমিলা সিটি কর্পোরেশনের ১,২ ও ৩ নং ওয়ার্ড কাউন্সিলর কাউছারা বেগম সুমি, সমাজ সেবক এনামুল হক হিরা, বিশিষ্ট্য ব্যবসায়ি শাহজাহান মিয়া, নাট্য ব্যক্তিত্ব মানিক সিরাজী, তরুণ সমাজসেবক জালাল উদ্দিন বাবুল, কুমিলা মহানগর যুবলীগ নেতা আব্দুস সোবহান খন্দকার সেলিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- রিমিক্স ডান্স গ্র“পের সভাপতি আসাদুল হক রাসেল। রিমিক্স ডান্স গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক সাহেদুল হক তপু’র সার্বিক দিক নির্দেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
সম্মাণনা প্রাপ্ত সংগঠন গুলো হলোঃ- দ্যা রাইজিং ডান্স গ্রুপ, ষ্ট্যর্ম রেইজার্স ডান্স গ্রুপ, ধামাল ডান্স গ্রুপ, বিলাল মিডিয়া এ্যাড ফার্ম, যাত্রিক নাট্য গোষ্ঠী ও অধুনা থিয়েটার কুমিলা। শ্রেষ্ঠ পিতা’র সম্মাণনা পেলেন- হাজী মোৎ ইসকান্দর আলী ও শ্রেষ্ঠ মাতা’র সম্মাণনা পেলেন- আয়েশা আক্তার।