কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া উপকরণ বিতরণ করা শুরু হয়েছে।
জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহসান তালুকদারের ব্যক্তিগত উদ্যোগে কালীগঞ্জের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া উপকরণ বিতরণের কর্মসূচী হাতে নিয়েছেন। তারই অংশ হিসেবে ১৫ ফেব্রুয়ারী শনিবার বিকেলে উপজেলার বালীগাঁও মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, মুনশুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মূলগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল, টেনিস বল, ক্রিকেট ব্যাটসহ অন্যান্য ক্রীড়া উপকরণ তুলে দিয়ে কর্মসূচীর আনুষ্ঠানিকতা শুরু করেন। পরবর্তীতে পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ক্রীড়া উপকরণ বিতরণ করা হবে।