ads

শনিবার , ১৫ ফেব্রুয়ারি ২০১৪ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কলারোয়ায় বজলুর রহমান স্মৃতি টি২০ ক্রিকেট টুর্নামেন্টের ৪র্থ আসরের উদ্বোধন

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৫, ২০১৪ ৭:৩৬ অপরাহ্ণ

Kalaroa Cricketজাতীয় দলের সৈয়দ রাসেলের টিমের কাছে ধরাশয়ী জেসিসি
আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : জাকজমকপূর্ণ আয়োজনে কলারোয়ায় উদ্বোধন হলো বজলুর রহমান স্মৃতি টি২০ ক্রিকেট টুর্নামেন্টের ৪র্থ আসর। শনিবার দুপুরে কলারোয়া পাইলট হাইস্কুল মাঠে ডিউজ বলের এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বিএম নজরুল ইসলাম। জাতীয় ক্রিকেট দলের কয়েকজন খেলোয়ারের উপস্থিতিতে আয়োজিত ব্যতিক্রমী উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির সহ.সভাপতি মাহফুজুর রহমান মাখন। কলারোয়া এমআর ফাউন্ডেশন, পাবলিক ইন্সটিটিউট ও উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় এবং বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমানের অর্থায়নে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদার, জেলা ক্রীড়া সংস্থার সা.সম্পাদক আলহাজ্ব শেখ নিজাম উদ্দীন, কোষাধ্যক্ষ সাইদুর রহমান শাহীন, ডিএফএ’র সহ.সভাপতি নাসিরুল হক, জেলা আম্পায়ার্স এ্যাসোসিয়েশনের সা.সম্পাদক আক্তারুজ্জামান মুকুল, টুর্নামেন্ট কমিটির সহ.সভাপতি কপাই সা.সম্পাদক এড.শেখ কামাল রেজা, উপজেলা ক্রীড়া সংস্থার সা.সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, কপাই সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, আলতাফ হোসেন, অধ্যা.আবুল খায়ের, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম রহমান, সাবেক সা.সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সা.সম্পাদক শেখ রাশেদুল হাসান কামরুল, যুগ্ম সা.সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, সাংবাদিক ডা.আসাদুজ্জামান প্রমুখ। বেলা ২টার দিকে শুরু হওয়া উদ্বোধনী খেলায় কলারোয়ার ঝিকরা ক্রিকেট ক্লাব (জেসিসি)’র অধিনায়ক উজ্জ্বল টসে জিতে ঝিকরগাছা জাগরণী সংসদের অধিনায়ক জাতীয় দলের খেলোয়ার সৈয়দ রাসেলকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান। ঝিকরগাছা জাগরণী সংসদ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬উইকেট হারিয়ে ১৭১রান সংগ্রহ করে। ব্যক্তিগত সর্বোচ্চ ২৯বলে ৪১রান আসে সৈয়দ রাসেলের ব্যাট থেকে। জেসিসির বোলার সীমান্ত ও মাসুমকে ২টি করে এবং উজ্জ্বল ও জিদনিকে ১টি করে উইকেট শিকার করে সন্তুষ্ট থাকতে হয়। জবাবে জেসিসি ১৭দশমিক ৫বলে সব ক’টি উইকেট হারিয়ে ১১১রান করে। ফলে ৬০রানের জয় পায় সৈয়দ রাসেলের ঝিকরগাছা। ঝিকরগাছার অধিনায়ক সৈয়দ রাসেল ১৫রান দিয়ে ৩উইকেট নেন। ব্যাট থেকে ৪১রান ও বল হাতে ৩উইকেটের নিয়ে অল-রাউন্ডারের সুবাদে ম্যান অব দ্যা ম্যাচও নির্বাচিত হন জাতীয় দলের উদীয়মান এ তারকা খেলোয়ার। বিকেলে ম্যান অব দ্যা ম্যাচ পুরষ্কার বিতরণ করেন সাতক্ষীরা-১আসনের সাংসদ এড.মুস্তফা লুৎফুল্লাহ। এসময় মুক্তিযোদ্ধা আ.রউফসহ অনেকে উপস্থিত ছিলেন। খেলায় ধারাভাষ্যে ছিলেন টুর্নামেন্ট কমিটির সা.সম্পাদক মাস্টার শেখ শাহজান আলী শাহীন ও অধ্যাপক রফিকুল ইসলাম। ম্যাচ পরিচালনা করেন বদরুজ্জামান বিপ্লব ও মিয়া মো.ফারুক হোসেন স্বপন। থার্ড আম্পায়ার ছিলেন মাস্টার মাসুদ পারভেজ মিলন। ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন জেলা রেফারিজ এ্যাসোসিয়েশনের সহ.সভাপতি আলহাজ্ব আ.রহিম বাবু। ম্যাচ চলাকালীন সময় বিপুল সংখ্যক দর্শক সমাগমে মুখরিত ছিল হাইস্কুল মাঠের চারদিক।  রবিবার একই মাঠে বেলা ১২টায় গত আসরের চ্যাম্পিয়ন সাতক্ষীরা এরিয়েন্স ক্লাবের মুখোমুখি হবে কলারোয়া ক্রিকেট একাডেমি।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!