আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে একটি ইসলামি জলসা থেকে মোটর সাইকেল চুরি করার সময় জনতা শামিম কবির (৩১) নামের আন্তঃ থানা মোটর সাইকেল চুরি সিন্ডিকেটের সদস্যকে গ্রেফতার করেছে। শামিম কবির আদমদীঘির পালোয়ানপাড়া গ্রামের ইয়াছিন আলি পালোয়ানের পুত্র।
শুক্রবার দিবাগত রাতে ছোট আখিয়া গ্রামে একটি ইসলামি জলসা চলছিল। রাত ১০ টার দিকে জলসায় আসা মোস্তাফিজুর রহমান নামের এক ব্যাক্তির হিরো প্যাসানপ্রো মোটর সাইকেলটি শামিম কবির চুরি করার চেষ্টা কালে জনতা তাকে আটক করে পুলিশে দেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, শামিম কবিরের বিরুদ্ধে আদমদীঘি ও দুপচাঁচিয়া থানায় একধিক মোটর সাইকেল চুরির মামলা রয়েছে। সে আন্তঃ থানা মোটর সাইকেল চোর সিন্ডিকেটের একজন সক্রিয় সদস্য।