আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি থানা পুলিশ সান্তাহার পৌর এলাকা থেকে বিক্রির উদ্যেশে বহন করে নিয়ে যাবার সময় চোলাই মদ সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। পুলিশ জানান গ্রেফতারকৃতরা হলো নওগাঁ সদরের সুলতানপুর এলাকার আসাদ আলীর পুত্র আরিফ (২০), মুকুলের পুত্র তানভির (২২) ও বগুড়ার কাহালু উপজেলার মদনায় গ্রামের বেলাল হোসেনের পুত্র রাজু আহম্মেদ (২২)। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
থানার অফিসান ইনচার্জ নজরুল ইসলাম জানান, শুক্রবার রাতে উল্লেখিত ৩ মাদক ব্যবসায়ী বিক্রির উদ্যেশ্যে ২ টি প্লাষ্টিক বোতলে সাড়ে ৭ শত লিটার চোলাই মদ বহন করে নিয়ে যাবার সময় গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার সান্তাহার ক্লিনিকের সামনে থেকে এদেও গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদে শনিবার আদালতে প্রেরন করা হয়েছে।