আজহারুল হক, গফরগাঁও(ময়মনসিংহ) : ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরে অবৈধ সিএনজি স্ট্যান্ড দিয়ে অবরুদ্ধ রাখা হয়েছে উপজেলা কেন্দ্রিয় শহীদ মিনার।
গতকাল দুপুরে সরেজমিন ঘুরে দেখা যায়, কেন্দ্রিয় শহীদ মিনার অবরুদ্ধ ও সড়ক দখল করে দাড়িয়ে আছে অর্ধশতাধিক সিএনজি ও মাহেন্দ্র। তা যেন দেখার কেউ নেই। এছাড়া পৌর শহরের প্রধান সড়কের ব্যস্ততম এলাকা জামতলা মোড়ে অবৈধ নছিমন, করিমন, টমটম, টেম্পো ও পিকআপ স্ট্যান্ড গড়ে উঠেছে। ফলে যানজট সৃষ্টি হওয়ায় যাত্রীসহ পথচারীদেরও চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।
এলাকাবাসী জানান, পুলিশকে উৎকোচ দিয়ে পৌর শহরের জামতলা মোড় থেকে কেন্দ্রিয় শহীদ মিনার পর্যন্ত সিএনজি, মাহেন্দ্র, নসিমন, করিমন, টমটম, টেম্পো ও পিকআপ স্ট্যান্ড গড়ে তুলেছে এসব অবৈধ পরিবহন মালিক ও শ্রমিক নেতারা। স্থানীয় খায়রুলাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী রিমি আক্তার জানায়, স্কুলে আসার সময় এসব গাড়ীর বিকট শব্দ ও বেপরোয়া গতিতে চলার কারনে আমরা আতঙ্কিত হয়ে রাস্তা ছেড়ে দেই। স্কুল চলাকালীন সময়ে এসব গাড়ী বন্ধ থাকা উচিত।
রীমি আক্তারের মতো অনেক ছাত্র-ছাত্রী জানায়, স্কুলে ক্লাস করার সময় এসব গাড়ীর বিকট শব্দ কান ঝালাপালা করে দেয়। তখন শিক্ষকদের কথাও শোনা যায়না। এ ব্যাপারে মৌখিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এসব স্ট্যান্ড উচ্ছেদের দাবী জানানো হয়। কিন্তু আজো পর্যন্ত প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি। গতকালও ছিল একই চিত্র।
জামতলা মোড়ের সামনে থেকে শহীদ মিনার পর্যন্ত বেশ কয়েকটি পিকআপ, নছিমন, করিমন, টমটম ও টেম্পো ছাড়াও শহীদ মিনার অবরুদ্ধ করে দাড়িয়ে রয়েছে প্রায় ৫০টি সিএনজি ও মাহেন্দ্র। এতে করে রাস্তা সরু হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েন পথচারী ও যাত্রীরা।