ads

শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি ২০১৪ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজনীতিতে হতাশা বলতে কিছু নেই : যোগাযোগমন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৪, ২০১৪ ৫:৫৯ অপরাহ্ণ

obaidul-kader-2 তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : রাজনীতিতে হতাশা বলতে কিছু নেই। সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নিয়ে ভুল করলেও, আশা করি ওই ভুল থেকে তারা অনেক শিক্ষা নিবেন বলে  মন্তব্য করেছে যোগাযোগমন্ত্রী ওবায়েদুল কাদের। শুক্রবার সকাল সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল­ার চান্দিনায় চার লেনের কাজ পরিদর্শন করার সময় তিনি এ মন্তব্য করেন।
যোগাযোগমন্ত্রী বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নিয়ে আওয়ামীলীগের রাজনৈতিক কৌশলের কাছে হেরে গেছে। তিনি উপজেলা নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ সম্পর্কে বলেন, মূলত উপজেলা নির্বাচন প্রত্যক্ষভাবে দলীয় ভিত্তিতে হয় না। ওই নির্বাচনে প্রার্থীরা পরোক্ষভাবে অবশ্যই বিভিন্ন দলের সমর্থিত নেতাকর্মী। উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে বিএনপির বোধদয় হয়েছে, তাই বিএনপিও সে সুযোগ হাতছাড়া করতে চায় না। বিভিন্ন দেশের ন্যায় উপজেলা পরিষদ নির্বাচনও দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত করার জন্য আমরা চেষ্টা করছি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নির্মাণাধীন চার লেনের কাজের অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করে মন্ত্রী বলেন, মহাসড়কের ১৪টি ব্রিজ নির্মাণ এরইমধ্যে শেষ হয়েছে। ২২৮টি কালভাটের কাজও প্রায় শেষের দিকে। মাটির কাজ সম্পন্ন হয়েছে প্রায় ৯০ শতাংশ। পুরো কাজের প্রায় ৪৫ ভাগ কাজ দৃশ্যমান হয়েছে। বিএনপি-জামায়াতের রাজনৈতিক অস্থিরতায় প্রায় ৩ মাস কাজ বন্ধ রাখে চীনা কোম্পানিগুলো। যদি রাজনৈতিক ভাবে বাধাগ্রস্ত না হতো তাহলে অনেক কাজই আরও এগিয়ে যেতো। চলতি বছরের মধ্যেই ওই মহাসড়কের চার লেনের কাজ সমাপ্ত হবে বলে আশা প্রকাশ করেন যোগাযোগমন্ত্রী। মহাসড়কের চার লেনের কাজের অগ্রগতি পরিদর্শন কালে যোগাযোগ মন্ত্রণালয়, সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রেজা কনস্ট্রাকশনের প্রকৌশলী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তাপস চন্দ্র সরকার, কুমিল­া থেকে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!