বাসাইল (টাঙ্গাইল) সংবাদদাতা: বাসাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মামুন খান (২২) নামের এক যুবক নিহত হয়েছে। তিনি উপজেলার ফুলকি গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল বাছেত খানের ছেলে ।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহ উদ্দিন মিয়া জানান, ১১ ফেব্রুয়ারি মানুম খান গরুর ঘাস কেটে বাড়ি ফেরার পথে ফলকি বাজারের কাছে এসে পৌঁছালে একই গ্রামের এক দুষ্কৃতকারী তার পথরোধ করে। পরে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে। এক পর্যায়ে মামুন মাটিতে লুটিয়ে পরে। চিৎকার শুনে মামুুনের স্বজনরা এগিয়ে এসে তাকে মারাত্বক আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে পরে উন্নত চিকিৎসার জন্য ডাক্তাররা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ১৪ ফেব্রুয়ারী শুক্রবার ভোর ৪টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
এলাকাবাসী জানায়, কিছুদিন আগে জাহিদুল ইসলাম টিটু নামের এক ব্যক্তি মামুনকে একটি মোবাইল ফোন দিয়ে এক হাজার টাকা ধার নেয়। পরে টাকা না দিয়ে মোবাইলটি ফেরত চায় টিটু। এটি দিতে অস্বীকার করলে মামুনের উপর হামলা হয়। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জাহিদুল ইসলাম টিটুকে ঘটনার দিনই গ্রেফতার করে।