ads

শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি ২০১৪ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আবারও শেষ বলে হারল বাংলাদেশ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ১৪, ২০১৪ ১০:০১ অপরাহ্ণ

BD Teamশ্যামলবাংলা স্পোর্টস : প্রথম ম্যাচের মতো আবারও শেষ বলের লড়াইয়ে হেরে গেল বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টিতেও শেষ বলের লড়াইয়ে ৩ উইকেটে জিতে গেল টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল শ্রীলঙ্কা। বাংলাদেশ ২ ম্যাচের সিরিজ হারল ২-০ ব্যবধানে।

Shamol Bangla Ads

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে এক বল বাকি থাকতেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। ব্যাটসম্যানদের অতিরিক্ত শট খেলতে চাওয়া আর শ্রীলঙ্কার অসাধারণ ফিল্ডিংয়ে বড় সংগ্রহ গড়তে পারেনি স্বাগতিকরা। শুরুর দিকে বাংলাদেশের ব্যাটসম্যানরা যেন খেললেন ‘সিক্স-এ-সাইড’ ক্রিকেট। তুলে মারতে গিয়ে ক্যাচ আউট হন ৮ জন ব্যাটসম্যান। প্রথম ওভারে একবার জীবন পাওয়া শামসুর রহমানের উইকেট হারিয়ে মাত্র ৩ রান করে বাংলাদেশ। পরের দুই ওভারে আরেক উইকেটের বিনিময়ে ওঠে ৩২ রান। দ্বিতীয় ওভারে তামিম ইকবাল আউট হওয়ার পর সাকিব আল হাসান নেমেই মারেন ৩টি চার। দিলশানের পরের ওভারে ২টি চার ও ২টি ছক্কা মারেন এনামুল হক বিজয়। প্রতিটি বলই মারার চেষ্টা করতে গিয়ে সচিত্রা সেনানায়েকের বলে লং অনে নুয়ান কুলাসেকারার অসাধারণ ক্যাচে বিদায় নেন সাকিব (১২)। পঞ্চম ওভারে মাত্র এক রান দিয়ে রানের গতি চেপে ধরেন লাসিথ মালিঙ্গা। এই চাপের বলি হন পরের ওভারে সেনানায়েকে তুলে মারতে যাওয়া এনামুল (২৪)। এবার পেছনের দিকে ঝাঁপিয়ে পরে অসাধারণ এক ক্যাচ ধরেন কৌশল পেরেরা। পরে অষ্টম ওভারে নাসির হোসেনের দেয়া ক্যাচটি ছিল খুবই সহজ। ষষ্ঠ উইকেটের পতন মাহমুদুল­াহ রিয়াদ ও সাব্বির রহমানের ভূল বুঝাবুঝিতে। এতে রান আউট হন মাহমুদুল­াহ। ফরহাদ রেজা কুলাসেকারার বলে দীনেশ চান্দিমালের হাতে সহজ ক্যাচ দিয়ে বিদায় নেয়ার পর এসেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন মাশরাফি বিন মুর্তজা। মালিঙ্গার ইয়র্কারে বোল্ড হওয়ার আগে ১০ বলে ১৭ রান করেন বাংলাদেশের অধিনায়ক। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় স্বাভাবিক ব্যাটিং করতে পারেননি অভিষিক্ত মিডল অর্ডার ব্যাটসম্যান সাব্বির। শেষ ওভারের পঞ্চম বলে কুলাসেকারার আরেকটি চমৎকারে ক্যাচে বিদায় নেয়ার আগে সর্বোচ্চ ২৬ রান করেন তিনি।
২০ রানে ৩ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সেরা বোলার লাসিথ মালিঙ্গা। অধিনায়ক চান্দিমাল ধরেন চারটি ক্যাচ।
মাত্র ১২১ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ ওভারে সাকিব আল হাসানের বলে এলবিডব্লিউ হন কৌশল পেরেরা। পরের ওভারে তিলকরতেœ দিলশানকে বোল্ড করেন আরাফাত সানি। সাকিব আর আরাফাতের স্পিনে ব্যাটসম্যানদের নাকাল হতে দেখে সপ্তম ওভারে মাহমুদুল­াহকে আক্রমণে আনেন অধিনায়ক। শেষ বলে চান্দিমালকে এলবিডব্লিউ করে শ্রীলঙ্কাকে চাপে ফেলেন এই অলরাউন্ডার। শুরুতে স্পিনাররা সাফল্য পেলেও তাদের বেশিক্ষণ আক্রমণে রাখেননি মাশরাফি। মাঠে শিশিরের কারণে বল ঠিকমতো গ্রিপে আনতে না পারাটাও হয়তো এর একটা কারণ। তবে মাশরাফি-রুবেলের বলে চাপেই থাকে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা।
দশম ওভারে জোড়া আঘাত হানেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। প্রথম বলে অ্যাঞ্জেলো পেরেরাকে বোল্ড করার পর শেষ বলে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে কট বিহাইন্ড করেন তিনি। মাশরাফির পরের ওভারে রান-আউট হয়ে যান নুয়ান কুলাসেকারা। দ্বাদশ ওভারে ৫০ রানে ৬ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে যায় শ্রীলঙ্কা। তখন দলের হাল ধরেন কুমার সাঙ্গাকারা ও থিসারা পেরেরা। সাঙ্গাকারাকে ফিরিয়ে ৪৬ রানের জুটি ভাঙ্গার কৃতিত্ব রুবেল হোসেনের। রুবেলের স্লোয়ারে শর্ট থার্ডম্যানে তামিমের হাতে ধরার পড়ার আগে ৩৭ রান করেন সাঙ্গাকারা।
শেষ ওভারে প্রয়োজন ছিল ৯ রান। সাকিব ও সানির দুটি করে ওভার বাকি থাকলেও শেষ ওভারের ভার ফরহাদ রেজাকে দেন মাশরাফি। সেই ওভারের শেষ বলে ৪ মেরে দলকে দারুণ জয় এনে দেন সচিত্র সেনানায়েকে।

সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ: ১৯.৫ ওভারে ১২০ (তামিম ২, শামসুর ১, এনামুল ২৪, সাকিব ১২, নাসির ৮, সাব্বির ২৬, মাহমুদুল­াহ ৯, রেজা ৯, মাশরাফি ১৭, সানি ৫, রুবেল ০*; মালিঙ্গা ৩/২০, সেনানায়েকে ২/১১, কুলাসেকারা ২/৩২, মেন্ডিস ১/২১, দিলশান ১/২৩)

Shamol Bangla Ads

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১২৩/৭ (কৌশল ২১, দিলশান ৩, চান্দিমাল ৩, সাঙ্গাকারা ৩৭, অ্যাঞ্জেলো পেরেরা ৪, ম্যাথিউস ২, কুলাসেকারা ২, পেরেরা ৩৫* সেনানায়েকে ১২*; মাশরাফি ২/২৯, সাকিব ১/৮, সানি ১/৮, মাহমুদুল্লাহ ১/১৬ রুবেল ১/৩৪)।

ম্যান অব দি ম্যাচ : থিসারা পেরেরা।
ম্যান অব দি সিরিজ : নুয়ান কুলাসেকারা।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!