ads

বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি ২০১৪ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৫ বছর পর সংসদ নির্বাচন : সৈয়দ আশরাফ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ১৩, ২০১৪ ১:০৭ অপরাহ্ণ

ashraf_28শ্যামলবাংলা ডেস্ক : ২০১৯ সালের ২৮ জানুয়ারি পর্যন্ত বর্তমান সরকারের মেয়াদ জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ৫ বছর পর একাদশ সংসদ নির্বাচন হবে। তিনি ১২ ফেব্রুয়ারী বুধবার গণভবনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে সূচনা বক্তব্যে ওই কথা বলেন।

Shamol Bangla Ads

এসময় তিনি বলেন, বর্তমান সংবিধানের আলোকে এই নির্বাচন হবে বর্তমান সরকারের মেয়াদপূর্তির পূর্ববর্তী ৯০ দিনের মধ্যেই। যত চাপই আসুক, সংবিধান সংশোধনের ইচ্ছাও তাদের নেই বলেও জানান তিনি।
সৈয়দ আশরাফ বলেন, ৫ জানুয়ারি নির্বাচন, ১২ জানুয়ারি সরকার গঠন এবং ২৯ জানুয়ারি দশম সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের মেয়াদ ৫ বছর, ২০১৯ সালের ২৮ জানুয়ারি পর্যন্ত। এই সরকার পাঁচ বছরই থাকবে। আগামী নির্বাচন বর্তমান সংবিধান অনুযায়ী মেয়াদ শেষের আগের ৯০ দিনের মধ্যেই হবে। সে নির্বাচনের জন্য আমরা কিন্তু প্রস্তুতিও নিচ্ছি।
দলীয় নেতাদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এলেও ‘ষড়যন্ত্র’ এখনও চলছে। তাই কোন ছাড় দিলে চলবে না। গণতান্ত্রিক অগ্রযাত্রা যাকে অব্যাহত থাকে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।
সাধারণত দলীয় নীতিনির্ধারণী ফোরামের এ ধরনের বৈঠকে সাধারণত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বক্তব্য রাখলেও বুধবার তার স্থলে বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক। তবে এ সময় শেখ হাসিনা তার পাশেই ছিলেন।
তিনি বলেন, অনেকেই সংবিধান পরিবর্তনের কথা বলেন, কিন্তু তাদের সংসদে সংখ্যাগরিষ্ঠতা নেই। অনেকের সংসদে প্রতিনিধিত্বই নেই। সংসদে একমাত্র আমাদেরই দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। সুতরাং একমাত্র আমরাই সংবিধান পরিবর্তন করতে পারি।
বিএনপির পাশাপাশি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা অনেক দেশই দশম সংসদ নির্বাচনের পর দ্রুততম সময়ের মধ্যে সব দলের অংশগ্রহণে আরেকটি নির্বাচন তথা মধ্যবর্তী নির্বাচন চাইছে- তাদের এই দাবি উড়িয়ে দিয়ে কারও নাম উলে­খ না করেই তিনি বলেন, বিশ্বের গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, আমাদের দেশেও সেভাবেই হবে।
কিছু পত্রিকা ‘ভুয়া সংবাদ’ পরিবেশন করছেন অভিযোগ করে সৈয়দ আশরাফ বলেন, “নিউইর্য়ক টাইমস, লন্ডন টাইমস, গার্ডিয়ানসহ বড় বড় পত্রিকার বরাত দিয়ে জালিয়াতির মাধ্যমে এসব ভুয়া সংবাদ পরিবেশন করা হয়। অথচ এসব পত্রিকার ওয়েবসাইট পরীক্ষা করে দেখলেও বোঝা যেত, তারা এগুলো আদৌ ছেপেছে কী-না। সুতরাং এখন দেখা যায় কেবল খবরই মিথ্যা নয়, খবরের সোর্সও মিথ্যা।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!