সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালীর ঘোরজানে পারিবারিক কলহের জের ধরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। নিহত আকবার আলী (৪০) কেরামত আলী মীরের ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, হাট ঘোরজান চরের আকবার আলীর সাথে বাড়ির পাশের আব্দুস ছালামের সাথে পারিবারিক দ্বন্ধ চলে আসছিল। মঙ্গলবার সকালে একটি বাড়িতে সৌর বিদ্যুৎ বিতরন নিয়ে পুনরায় দ্বন্ধ বাধে সন্ধ্যায় এতে ক্ষিপ্ত হয়ে ছালামের লোকজন আকবার আলীকে বাড়ির পাশে লাঠি-সোটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ঘটনার পর থেকেই হত্যাকারীরা পলাতক রয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
উলাপাড়ায় ভ্রাম্যমান আদালতে ৪ প্রার্থীর জরিমানা
বুধবার উল্লাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে আচারন বিধি ভঙ্গের অভিযোগে ৪ প্রার্থীকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। সিরাজগঞ্জের নির্বাহী ম্যাজিষ্টেট মো.শফিকুল ইসলাম বুধবার দুপুড়ে অভিযান চালিয়ে উপজেলার পূর্নিমাগাঁতী ইউনিয়নে আচারন বিধি ভঙ্গের অভিযোগে উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড.শামছুল আলম (মোটরসাইকেল) প্রতিক কে ৫হাজার,ভাইস চেয়ারম্যান প্রার্থী জাতীয় পার্টি আবুল কালাম আজাদ ( টিউবওয়েল) কে ১ হাজার,মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মনিজা মোমেন (পদ্ম ফুল) প্রতীক এক হাজার, বড়হর ইউনিয়নে চেয়ারম্যার প্রার্থী এ্যাড.মারুফ বিন হাবিব (ঘোড়া) প্রতীক কে ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
উলাপাড়ায় জামায়াত-শিবিরের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
বুধবার দুপুরে উল্লাপাড়া থানা পুলিশ পঞ্চক্রোশী ইউনিয়নের সলপ রেলষ্ট্রেশন এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদার নেতৃত্বে একদল পুলিশ দুপুরের দিকে সলপ রেলষ্ট্রেশন এলাকায় অভিযান চালায়। পুলিশের এই অভিযানের সময় ওই এলাকায় আতœগোপন করে থাকা পঞ্চক্রোশী ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি ইকবাল হোসেন, ইউনিয়ন জামায়াত নেতা আব্দুল মালেক ও শিবির কর্মী চান্দুকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে, বিগত হরতাল অবরোধের সময় এদের বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় গাড়ি ভাংচুর, পুলিশের কাজে বাধা, নাশকতা ও সন্ত্রাস সৃষ্টির অভিযোগে কয়েকটি মামলা রয়েছে।
সিরাজগঞ্জে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধব
বেতন বৈষম্য দুরীকরন, পদোন্নতি ও নিয়োগের নুন্যতম যোগ্যতা স্নাতক এর দাবীতে মানববন্ধব, মৌন মিছিল ও স্বারকলিপি প্রদান কর্মসুচী পালন করেছে সিরাজগঞ্জের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সরকারী শিক্ষক-শিক্ষিকারা। বুধবার বেলা সাড়ে ১১ টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সরকারী শিক্ষক সমিতি আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের আহবায়ক খোকশাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছানোয়ার হোসেনসহ অন্যন্যরা। পরে তারা মৌন মিছিল করে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আলী আযমের মাধ্যেমে প্রধান মন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেন।