শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে জাতীয় সাংবাদিক সংস্থার ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপিত হয়েছে। ১২ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৪ টায় পৌরশহরের ডাক বাংলো রোডস্থ মহিলা মার্কেটে সংগঠনটির উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি তারেক মুহম্মদ আব্দুলাহ রানা’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এটি এম রায়হান রতনের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বনবিদ মোহাম্মদ ইমরানুজ্জামান নিক্সন, বিশেষ অতিথি বিশিষ্ঠ ব্যবসায়ী বেনজীর আহমেদ, সফিকুল ইসলাম লাল ঠাকুর উপস্থিত থেকে বক্তব্য রাখেন। অন্যান্যেদের মধ্যে- সাংবাদিক- কলামিষ্ট এম আর টি মিন্টু, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সহ-সভাপতি-আব্দুল বাতেন, সাংবাদিক কে এম ফারুক, ফরিদ আহম্মেদ রুবেল, গাজিউর রহমান প্রিন্স, শাহিনুর রহমান বুলেট, এনামুল কবির, নারী নেত্রী মিস নিলা, বিউটি বেগম প্রমুখ উপস্তিত থেকে বক্তব্য রাখেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন প্রত্যেকটি সংবাদ কর্মীকে নিরপেক্ষ হয়ে বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশন করে সমাজকে অপরাধ ও কলুষ মুক্ত করতে হবে। সকল ভয় ভীতির উর্দ্ধে থেকে সত্য প্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত হয়ে মহান মুক্তিযোদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়ন করে একটি সমৃদ্ধ দেশ গঠনে সকলের এগিয়ে আসা প্রয়োজন। অপরাধকে নিরুৎসাহিত করা এবং প্রত্যেক সংবাদ কর্মীকে প্রকৃত জ্ঞান অর্জনের লক্ষ্যে সাহসী কলম সৈনিক হিসেবে জাতির পক্ষে কাজ করাও পরামর্শ দেন এই বিজ্ঞ পরিবেশ বাদী ব্যক্তিত্ব। পরে আনুষ্ঠানিক ভাবে কেক কেটে সকলের মধ্যে বিতরণ করেন উপস্থিত অতিথি বৃন্দ।