রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বে-সরকারি এনজিও সংস্থা আশা’র স্বাস্থ্য সচেতনতা সপ্তাহ পালন করা হয়েছে। স্বাস্থ্য সপ্তাহের সমাপনি দিনে আশা’র রাণীনগর উপজেলার ৭টি ব্র্যাঞ্চে গতকাল বৃহস্পতিবার আশা’র মহিলা সদস্য ও তার আশপাশের মহিলাদের মাঝে নিরাপদ পানি,পানিবাহিত রোগ,পানি বিশুদ্ধকরণ ও আর্সেনিক দূষণ প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ে স্বাস্থ্য সচেতনতা মূলক আলোচনা করা হয়। এদিন কর্মসূচীর অংশ হিসাবে সকাল ১০ টায় সপ্তাহের সমাপনি দিনে উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের মালা ভূমিহীন মহিলা সমিতির সদস্যদের মাঝে আলোচনা করেন আশা’র নওগাঁ জেলা ম্যানেজার মো ঃ জিয়াউল হাসান ,রাণীনগর শাখার আঞ্চলিক ম্যানেজার ( আর.এম) আ ঃ মালেক, আশা’র রাণীনগর ১নং ব্র্যাঞ্চের ম্যানেজার নাহিদ হোসেন, রাণীনগর ২নং ব্রাঞ্চের ম্যানেজার জিয়ানুর রহমান ,সহকারী ম্যানেজার মনজুর হোসেন প্রমুখ।