মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুরে উদ্যামে উত্তেরণে শতকোটি ন্যায় বিচারের দাবীতে মানববন্ধন করেছে ব্র্যাক মেহেরপুর শাখা। আজ বেলা ১১টার সময় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ব্র্যাক এর জেলা ব্রাঞ্চ প্রতিনিধি মোশারফ হোসেন মানববন্ধনের নেতৃত্ব দেন। এছাড়া ব্র্যাক এর সিনিয়র শাখা ব্যাবস্থাপক (দাবী) স্বপন কুমার বিশ্বাস, উর্ধ্বতন জেলা ব্যবস্থাপক (সিইপি) পঞ্চজ কুমার সরকার সহ ব্র্যাক এর কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধনে অংশ গ্রহন করেন। মানবন্ধনে বক্তারা রাষ্ট্র এবং পরিবারে নারীদের সমান অধিকার, নারী নির্যাতন বন্ধ সহ নারীদের প্রতি ন্যায় বিচারের দাবি জানান।