সুমন মলিক, ভাণ্ডারিয়া (পিরোজপুর) : সারাদেশে যখন উপজেলা নির্বাচনী হাওয়া বইছে এ সময় থেমে নেই পিরোজপুরের ঐতিহ্য বাহী ভান্ডারিয়া উপজেলার সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ । বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যেই কয়েক ধাপে দেশের ৪শ ৮১টি উপজেলা পরিষদের নির্বাচন সম্পন্ন করতে কাজ শুরু করেছে। এর মধ্যে দ্বিতীয় দফা তফসিল ঘোষণায় পিরোজপুর জেলার আওতায় নাজিরপুর ও কাউখালি উপজেলায় আগামী ২৭ফেব্র“য়ারী ভোট গ্রহনের কথা রয়েছে। তৃতীয় দফা তফসিল ঘোষণায় জেলার নেছারাবাদ (স্বরুপকাঠী) রয়েছে। তবে ভাণ্ডারিয়া উপজেলার তফসিল এখন পর্যন্ত ঘোষণা না হলেও নানা সমীকরণের মধ্যে চলছে সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ। আবার বৃহৎ দুই দলের নির্বাচন প্রত্যাশী অনেকে কেন্দ্রে জোর লভিং অব্যাহত রেখেছে বলেও দলীয় সূত্রে জানা গেছে। এখন পর্যন্ত যা শোনা জায় তাতে জাতীয়পার্টি(জেপি) থেকে কমিটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম একক প্রার্থী । অপর দিকে গত নির্বাচনে প্রতিদন্দী প্রার্থী আতিকুল ইসলাম উজ্জল তালুকদার এবারও প্রার্থী হবেন।
আওয়ামীলীদের দলীয় সূত্রে জানা গেছে যেহেতু চেয়ারম্যান পদে তাদের সম্ভাব্য প্রার্থী এখন পর্যন্ত না থাকায় তারা জেপির প্রার্থী কে সমর্থন দিতে পারে বলে নাম প্রকাশ না করার শর্তে আজকের পরির্বতনকে জানান। সূত্রটি আরো জানান, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক লিয়াকত হোসেন তালুকদার এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সাইয়েদা জাহানারা থাকছেন। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নুতন মুখ আলোচনায় মুক্তিযোদ্ধা ডাঃ সোহরাব হেসেন এর মেয়ে পারভিন আক্তার সুমীও প্রার্থী হবেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এ দিকে চেয়ারম্যান পদে অপর বৃহৎ দল বিএনপির প্রার্থী নির্ধারনে এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত হয় নাই। উপজেলা বিএনপির সভাপতি আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন এ বিষয়ে আজকের পরির্বতনকে জানান গত নির্বাচনে (তৃতীয় উপজেলা পরিষদ) ম.মহিউদ্দিন খান দিপু ও মোঃ তহা যে দুই জন প্রার্থী ছিলেন তাদের মধ্যে কাকে দেয়া যায় সে বিষয়ে আমরা বসে ২/১দিনের মধ্যে সিদ্ধান্ত নেয়া হবে।
তবে এবছর চমক আসবে উপজেলা ভাইস চেয়রম্যান পুরুষ পদে । এ পদে প্রার্থী হওয়ার জন্য যারা দোয়া কামনা বা গণসংযোগ অব্যাহত রাখছেন বলে শোনা যায় তারা হলেন,বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সংশ্লিষ্ট বিশিষ্ট সাংবাদিক ও সাধারন সম্পাদক, বাংলাদেশ মানবাধিকার কমিশন, ভান্ডারিয়া উপজেলা মোঃ ছগির হোসেন, বর্তমান চেয়ারম্যান খান মোঃ রুস্তুম আলী, যুবসংহতী(জেপি)ও ভাণ্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মোঃ কামাল উদ্দিন জোমাদ্দার, আওয়ামীলীগের পক্ষে যুবলীগের সাবেক উপজেলা সভাপতি আতিকুজ্জামান জুয়েল কাজী, বিএনপি থেকে ওয়াসীম মান্নান উৎপল, মোঃ শাহাদাৎ হোসেন এর নাম এখন পর্যন্ত শোনা যায়।