ফরিদপুর : জাতীয় সাংবাদিক সংস্থার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সংস্থার ফরিদপুর জেলা ইউনিটের উদ্যোগে ১২ ফেব্রুয়ারী বুধবার সকাল ১১ টায় শহরের আদালত পাড়াস্থ সমবায় ভবনের সভা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সংস্থার জেলা ইউনিট সভাপতি ও দৈনিক সোনালী বার্তার ফরিদপুর জেলা প্রতিনিধি মোঃ ফরহাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার বৃহত্তর ফরিদপুর জেলার আঞ্চলিক সাংগঠনিক সচিব ও অনলাইন মিডিয়া পিপলসওয়াচ ২৪ ডটকম এর সম্পাদক শেখ ফয়েজ আহমেদ,বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি আবুুল হোসেন আজাদ,দৈনিক বাংলার আকাশ সম্পাদক শেখ সাইফুল ইসলাম অহিদ, সংস্থার জেলা ইউনিটের সাধারণ সম্পাদক ও দৈনিক জয়বাংলার ফরিদপুর প্রতিনিধি মোঃ হায়দার আলী খান,সহ-সভাপতি আবুল কালাম আজাদ,আমিনুল ইসলাম ফরহাদ,সহ-সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ,দপ্তর সম্পাদক মোঃ এনায়েত হোসেন লিটন,প্রচার সম্পাদক মোঃ রুহুল আমীন খান,সদস্য আশরাফ ইসলাম আজাদ প্রমুখ।
সংস্থার ফরিদপুর ইউনিটের পক্ষ থেকে সভায় সংস্থার কার্যক্রমে অসামান্য অবদান রাখায় সংস্থার ফরিদপুর ইউনিটের সভাপতি মোঃ ফরহাদ হোসেন কে জাতীয় সাংবাদিক সংস্থা প্রতিষ্ঠা বার্ষিকী-২০১৪ সম্মাননা স্মারক পুরস্কার ও সংস্থার ফরিদপুর ইউনিটের সাবেক সভাপতি শেখ ফয়েজ আহমেদ কে সংস্থার বৃহত্তর ফরিদপুর জেলার আঞ্চলিক সাংগঠনিক সচিব নিযুক্ত করায় তাঁকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।