পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির একক প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি সাইদুর রহমান তালুকদারের নির্বাচনী প্রচারনায় বৃহস্পতিবার থেকে মাঠে নেমেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আসাদুজ্জামান নয়ন।
দলীয় ইমেজ ধরে রাখতে ও দলীয় প্রার্থীকে জয়যুক্ত করতে গতকাল বিকেলে বিএনপি প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে তিনি এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় নির্বাচন পরিচারনা কমিটির উপদেষ্টা হিসেবে তিনি দায়িত্ব নেন।