রধানমন্ত্রী বেশির ভাগ সময়ই মিথ্যা কথা বলেন অশালীন কথা বলেন : পিরোজপুরে জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান কাজী জাফর
পিরোজপুর প্রতিনিধি : তৃণমূলের নেতাকর্মীদের সাথে মতবিনিময়ের অংশ হিসেবে বৃহস্পতিবার জাতীয় পার্টি(জাফর) চেয়ারম্যান কাজী জাফর পিরোজপুরে এক সংক্ষিপ্ত সফরে আসেন। জেলা সার্কিট হাউজে অবস্থান করে তৃণমূলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে যাওয়া জেলা বিএনপি অফিস পরিদর্শন করেন।এ সময় তিনি জেলায় কর্মরত সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী বেশির ভাগ সময়ই মিথ্যা কথা বলেন, অশালীন কথা বলেন। হুশাইন মোহাম্মাদ এরশাদ সম্পর্কে তিনি বলেন, ইতিহাসের আস্তাকুড়ে তিনিই নিক্ষিপ্ত হবেন। শ্রীঘ্রই সারাদেশ ব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে,ফ্যাসিবাদ সরকারের পতন হবে এবং সত্যের জয় হবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা জাতীয় পার্টি সভাপতি তৌহিদুল ইসলাম, জেলা বিএনপির যুগ্নসাধারণ সম্পাদক শেখ শহিদুল্লাহ শহিদ,সরোয়ার হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত,জেলা যুবদল কো-কনভেনর মিজানুর রহমান শাহিন প্রমুখ।
পিরোজপুরে নারী কৃষকদের কৃষি ভর্তুকি নিশ্চিত এবং কৃষি বীমা চালু করার দাবীতে স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত
পিরোজপুর প্রতিনিধি : “নারী কৃষকদের কৃষি ভর্তুকি নিশ্চিত কর। উপক‚লীয় অঞ্চলে কৃষি বীমা চালু কর” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা পরিষদ প্রশাসক এ্যাডঃ আকরাম হোসেন খান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মতিউর রহমান সরদার। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ তপন বসু, তোফাজ্জেল হোসেন , গোলাম রব্বানী ফিরোজ,্চ্ান মিয়া মাঝি,আঃ সালাম বাতেন, মিনার বেগম, হুমায়ুন করিব সিকদার, নাসিমা বেগম, ফারজানা হক, জাহানারা বেগম প্রমুখ।
প্