ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও শহরের নিশ্চিন্তপুরে পলি (২৪) নামে এক গৃহবধুকে কুপিয়ে হত্যা করেছে পাষন্ড স্বামী সুমন। ১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে ওই গৃহবধুর লাশ মাইক্রোবাসে করে নিয়ে পালানোর সময় দিনাজপুরের কবিরাজ হাট থেকে নিহতের শ্বশুড় খোকা শেখকে আটক করে লাশ উদ্ধার করেছে ঠাকুরগাঁও থানা পুলিশ। নিহত পলি ফরিদপুর জেলার মকছেদপুর উপজেলার কালিয়াপাড়া গ্রামের বকুল মিয়ার মেয়ে।
ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ খান জানান, পারিবারিক কলহের জের ধরে স্বামী সুমনের ছুিড়কাঘাতে হত্যা করে। এ ঘটনার পর স্বামী সুমন পালিয়ে যায়।
এ দিকে লাশ ফরিদপুরের মকছেদপুরের উদ্দেশ্যে একটি মাইক্রেবাসে করে লাশ নিয়ে পালানোর সময় শ্বশুড়কে আটক করে লাশ উদ্ধার করেছে পুলিশ।