শ্যামলবাংলা ডেস্ক : চতুর্থ ধাপে দেশের ৯২ উপজেলায় ভোট হবে আগামী ২৩ মার্চ। একই দিনে ভোট হবে শওকত মোমেন শাহজাহানের মৃত্যুতে শূন্য হওয়া টাঙ্গাইল-৮ আসনের উপনির্বাচনেও। ১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের মিডিয়া সেন্টারে ওই তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ।
ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ দফায় উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী ২৩ ফেব্রুয়ারি। আর মনোনয়নপত্র বাছাই হবে ২৬ ফেব্রুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৬ মার্চ। আর ভোটগ্রহণ হবে আগামী ২৩ মার্চ।
একই সঙ্গে আওয়ামী লীগ নেতা শওকত মোমেন শাহজাহানের মৃত্যুতে শূন্য হওয়া টাঙ্গাইল-৮ আসনে উপনির্বাচনের তফসিলও বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, টাঙ্গাইল-৮ আসনে উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী ২৩ ফেব্রুয়ারি। আর মনোনয়নপত্র বাছাই হবে ২৬ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৬ মার্চ। আর ভোটগ্রহণ হবে আগামী ২৩ মার্চ।