কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় একটি বস্তিতে আগুন লেগে প্রায় ৩৫টি ঘর ভুষ্মিভুত হয়েছে। ১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে শহরের চর থানাপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা একঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার সরদার আলী বলেন, রান্নাঘর থেকে এ আগুনের সুত্রপাত ঘটে। এতে প্রায় ১০ লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়ে বলে ধারণা করা হচ্ছে।
আগুন নেভাতে গিয়ে মনজুর আলী নামে একজন আহত হয়েছে। তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।