ads

বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি ২০১৪ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উপজেলা পরিষদ নির্বাচন : তালায় আ’লীগের ভরাডুবির আশংকা : ১৯ দলীয় জোটের প্রার্থী শক্ত অবস্থানে

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ১৩, ২০১৪ ৪:১১ অপরাহ্ণ

pic 13-2-14নজরুল ইসলাম, সাতক্ষীরা : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্টানের লক্ষে নির্বাচন কমিশনের ঘোষনা অনুযায়ী ১ম, ২য় ও ৩য় ধাপে তালা উপজেলা পরিষদ নির্বাচনী ভোট গ্রহনের তারিখ উলে­খ না থাকলেও এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীরা গনসংযোগগের পাশা-পাশি দলীয় সমর্থন আদায়ে নেতা-কর্মীদের সাথে যোগাযোগ অব্যাহত রেখে চলেছেন। অনেকে আবার দলীয় সিদ্ধান্তের অপেক্ষা না করেই নিজেকে সম্ভব্য প্রার্থী ঘোষনা দিয়ে মাঠে নেমে পড়েছেন। বিগতদিনের নির্বাচিত চেয়ারম্যান, ভাইসচেয়ারম্যানরা গত ৫বছরে কার্যত ক্ষমতাহীন অবস্থায় থেকে হতাশার মধ্যে কিছু সামাজিক কর্মসূচীতে অংশগ্রহন ছাড়া এলাকার উন্নয়নে তেমন কোন ভূমিকা রাখতে পারেনি। তবুও নির্বাচনী তপশীল ঘোষনার পর পরই বিগত দিনের নির্বাচিতরা আবার নিজেদেরকে সম্ভাব্য প্রার্থীতা নিশ্চিত করতে দলীয় নেতা-কর্মী ও সমর্থদের সঙ্গে ব্যাপকভাবে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা লক্ষ করা গেছে। এদিকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আত্মতৃপ্তি পাবেন বলে অভিমত ব্যাক্ত করেছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২লাখ ১৫ হাজার ৭১৫জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭ হাজার ৮৭৮ জন এবং মহিলা ভোটার ১লাখ ৭ হাজার ৮৩৭ জন। ১২ ইউনিয়নের ১০৮ ওয়ার্ডে ভোট কেন্দ্রের সংখ্যা ৭৯ টি। এবার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে এ উপজেলায় বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার সম্ভাব্য প্রার্থী হিসেবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তবে তিনি উপজেলা চেয়ারম্যান হওয়ার পর থেকে গড়ে তুলেছেন আলিশন বাড়ি ভারতে কিনেছেন বেহালা চৌরাস্তার কাছাকাছি ৩ রুম বিশিষ্ট বাড়ী.তালা উপজেলার স্কুল,কলেজ,মাদ্রসার শিক্ষক নিয়োগে নিয়েছেন লক্ষ লক্ষ টাকা, নিজের নামে করেছেন মৎস্য ঘের,অফিনের গাড়ী নিজ বউয়ের জন্য রবাদ্ধ করা হয়েছে,টিআর কাবিখা নামে-বেনামে উত্তোলন করেছেন। তাছাড়া দলীয় নেতা কর্মীদের সাথে রেখেছেন দুরাত্ব,দালাল বাটপার নিয়ে চলেছেন সারাক্ষণ। অপরদিকে বিএনপি সহ ১৯ দলীয় জোটের সম্ভাব্য প্রার্থী হিসেবে উপজেলা বিএনপি সিনিয়ন সহ-সভাপতি ও কুমিরা ইউপি চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফাকে একক প্রার্থী হিসেবে পেতে চায় দলের অধিকাংশ নেতা-কর্মীরা। এছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপাদক্ষ এস এম শফিকুল ইসলাম দলীয় সিদ্ধান্তের অপেক্ষা না করে এরই মধ্যে নিজেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে নেতা-কর্মীদের সাথে যোগযোগ অব্যাহত রেখেছেন। উপজেলার ১২ ইউনিয়নের অধিকাংশ ইউনিয়ন বিএনপি সহ অঙ্গসংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকের সঙ্গে আলাপকালে জানা যায় বিগত দিনের রাজ পথের আন্দোলন সংগ্রামে যারা দূর্বল ভুমিকায় ছিলেন তারা দলীয় সমর্থন থেকে বঞ্চিত হবেন। উপজেলা বিএনপির একাধিক নেতার অভিযোগ দলের দূর্দিনে যে সব নেতাদের রাজপথে দেখা মেলেনি তাদের দলীয় সমার্থন না দেয়ার পক্ষে মত দিয়েছেন। এছাড়া বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামীলীগের জেলা সাংগঠনিক সম্পাদক প্রয়াত সাংসদ পুত্র সৈয়দ ফিরোজ কামাল সুভ্র, জেলা কৃষকলীগ সভাপতি বিশ্বজিৎ সাধুর নামও বেশ জোরে-সোরে শুনা যাচ্ছে। অপরদিকে বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা বিএনপির সহ সভাপতি শেখ জিল­ুর রহমান ১৯ দলের একক প্রার্থী হিসেবে লড়বেন বলে দলীয় নেতা-কর্মীদের অভিমত। অন্যদিকে উপজেলা যুবলীগ সভাপতি মীর জাকির হোসেন ইতিমধ্যেই সম্ভাব্য প্রার্থী হিসেবে উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গন সংযোগ চালিয়ে যাচ্ছেন। আরো যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইখতিয়ার হোসেন, যুবলীগ নেতা আতাউর রহমান , মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যন আওয়ামীলীগ সমর্থীত মুসতারি সুলতানা পুতুল ভিতরে ভিতরে বিএনপির নেতা-কর্মীদের সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। আবার আওয়ামীলীগের সমর্থন নেওয়ার জন্য নেতাদের কাছে ধর্না দিয়ে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে। অন্যদিকে ১৯ দলের পক্ষথেকে জামায়াত ইসলামীর তালা উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারী আফরোজা বুলবুল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দীতা করবেন বলে জানা গেছে।

Shamol Bangla Ads

সাতক্ষীরা শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

Shamol Bangla Ads

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ সংক্রান্ত সভায় উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাসীন আলী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।
এতে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী আনিসুজ্জামান আনিস (আনারস), বর্তমান শ্যামনগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সাবেক আমির মাও. আবদুল বারী (দোয়াত কলম), ইসলামী আন্দোলনের নেতা মাও. আবু বক্কর সিদ্দিক (কাপ-প্রিচ) ও শ্যামনগরের গাবুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিউল আযম লেলিন (চিংড়ি মাছ), ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বিএনপি নেতা মহাসিন-উল-মূলক (উড়োজাহাজ) ও আওয়ামী লীগ নেতা স.ম আবদুস সাত্তার (তালা) ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ নেতা খালেদা আয়ুব ডলি (হাঁস), বিএনপি নেতা নূর জাহান এলাহী ঝরনা (ফুটবল), পাপিয়া হক (কলস) ও জাহান আক্তার (প্রজাপতি) প্রতীক বরাদ্দ পেয়েছেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!