মনিবুর রহমান চৌধুরী, পত্নীতলা (নওগাঁ) : আগামী ২৭ ফেব্রুয়ারী নওগাঁর পত্নীতলা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বুধবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ শেষে জমে উঠেছে প্রচার প্রচারণা। উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা তাদের স্ব-স্ব প্রতীক নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট ও দোয়া প্রার্থনা করছেন। ভোটারদের কাছে প্রার্থীরা নিজেদের গুণকীর্তন ও নির্বাচনী প্রতীকের পাশাপাশি দলীয় পরিচিতি তুলে ধরছেন। এলাকার উন্নয়নের স্বার্থে ভোটাররাও সৎ যোগ্য ও আদর্শবান প্রার্থী বাছাই করেছেন। উপজেলার গ্রামগঞ্জ, হাট-বাজার, বিভিন্ন মোড়ের চায়ের দোকান সহ সর্বত্রই এখন নির্বাচনী আমেজ। সবাই নির্বাচনী হিসেব-নিকেশ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। নির্বাচনী উত্তাপে সমগ্র উপজেলা এখন সরগরম।
আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী (সাবেক উপজেলা চেয়ারম্যান) উপজেলা আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক আলহাজ্ব আব্দুল গাফফার (কাপ-পিরিচ), ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের আজাদ রহমান (উড়োজাহাজ), মহিলা ভাইস চেয়ারমন পদে জেসমিন আক্তার (কলস)।
অপরদিকে ১৯দলীয় জোট সমর্থিত চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সেক্রেটারি আব্দুল হামিদ (ঘোড়া), ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের হাবিবুর রহমান (তালা), মহিলা ভাইস চেয়ারম্যান পদে বি.এন.পির (সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান) মরিয়ম বেগম শেফা (হাঁস)। বি.এন.পির বিদ্রোহী প্রার্থী হিসাবে চেয়ারম্যান পদে (উপজেলা বি.এন.পির সাবেক সহ-সভাপতি ও দিবর ইউ.পির প্রাক্তন চেয়ারম্যান) আনিছুর রহমান শেখ (মটরসাইকেল)। এছাড়াও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের চেয়ারম্যান পদে আব্বাস আলী (আনারস) প্রতীক নিয়ে দাপটের সাথে নির্বাচনী মাঠে নেমে পড়েছেন।