মো. কামরুল হাসান,মহম্মদপুর (মাগুরা) : আগামী ২৭ ফেব্রুয়ারী অনষ্ঠিতব্য মহম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচনের জন্য আজ বুধবার প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে।
উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত গোলাম খোরশেদ শুভ্র (কাপ-পিরিচ), বিএনপি সমর্থিত সৈয়দ আলী করিম (হলিকপ্টার), ঁজামায়াতের গোলাম আকবর হোসেন (টেলিফোন), খেলাফন আন্দোলনের খলিলুর রহমান (মটর সাইকেল), সতন্ত্রপ্রার্থী মোঃ হাবিবুর রহমান (আনারস), অধ্যক্ষ আবু আব্দলাহেল কাফী (দোয়াত কলম), খাঁন জাহাঙ্গীর আলম বাচ্চু ( ঘোড়া)। ভাইস চেয়ারম্যান পদে মোঃ তারিকুল ইসলাম (চশমা), মোঃ কামরুল হাসান (টিয়াপাখি), মোঃ আলীমুজ্জামান (তালা), মোঃ আশরাফুল ইসলাম (টিউবয়েল), মোঃ রেজাউল করিম (জাহাজ) প্রতীক পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মিসেস ডলি রেজা (হাস), স্বপ্না রানী বিশ্বাস (কলস), রেশমা খাতুন (শেলায় মেশিন), সুলতানা রউফুন্নাহার (ফুটবল) প্রতীক পেয়েছেন।
উপজেলা নির্বাচনের দ্বায়িত্বরত রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক একেএম তারেক জেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন।