ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বীতা করার জন্য প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। প্রার্থীরা হলেন উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগ সভাপতি এসএমএ ওয়ারেজ নাঈম, ভাইস চেয়ারম্যান রকিবুল ইসলাম রুকন ও মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা রুপালি। তৃণমূলের ভোটে উপজেলা আওয়ামী লীগ এ প্রার্থী নির্বাচনের কাজ সম্পন্ন করেন।