আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি, : বরিশাল র্যাব-৮ সদস্যরা জেলার আগৈলঝাড়ায় উপজেলায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ ২ পাইকারী গাঁজা ব্যবসায়িকে গ্রেফতার করেছে।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে র্যাবের একটি দল আগৈলঝাড়া উপজেলার গৈলা বাজারের অভিযান চালিয়ে ৪কেজি গাঁজা ভর্তি একটি ব্যাগসহ উপজেলার রত্নপুর ইউনিয়নের চাউকাঠি গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে ইলিয়াস হাওলাদার (২৮) ও একই গ্রামের কেরামত শেখের ছেলে ফারুক শেখ (৩০) কে আটক করে। আটককৃতদের নিয়ে র্যাব সদস্যরা দিনভর অভিযান চালায়। ওই অভিযানে ফারুকের বাড়ি থেকে আরও ১৬ কেজি গাঁজা উদ্ধার করে র্যাব সদস্যরা। এঘটনায় র্যাব বাদী হয়ে আগৈরঝাড়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করেছে। আটককৃতদের আগৈলঝাড়া থানায় সোপর্দ করা হয়েছে।
আগৈলঝাড়ার পতিহারে ২৪ প্রহর ব্যাপী নামকীর্ত্তণ শুরু
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি, : বিশ্ব শান্তি ও মঙ্গল কামণায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার পতিহার ডাক্তারবাড়িতে শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরে ২৪ প্রহর ব্যাপী নামকীর্ত্তন গত বুধবার থেকে শুরু হয়েছে। জানা গেছে, বুধ ও বৃহস্পতিবার ১২ ও ১৩ ফেব্রুয়ারি দু’দিন ব্যাপী নাম সংকীর্ত্তন পরিবেশন করবেন দেশের প্রখ্যাত কীর্ত্তনীয়া দল পিরোজপুর জেলার গোবিন্দ সম্প্রদায় ও যোগবন্ধু সম্প্রদায়, বাগেরহাটের দেবশ্রী সম্প্রদায়, গোপালগঞ্জ জেলার আদি তুলসী সম্প্রদায় ও গৌর হরি সম্প্রদায়, খুলনার ভাই ভাই সম্প্রদায় প্রমুখ। কীর্ত্তণ কমিটির সাধারণ সম্পাদক গোপাল সরকার জানান, প্রতি বছর এই তিথিতে নাম সংকীর্ত্তন আয়োজন করা হয়। দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তবৃন্দ নামসুধা শ্রবণ করতে এসেছেন।