শ্যামলবাংলা ডেস্ক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের নেতাকর্মীদের হত্যা করার কল্পকাহিনীর ফাঁদার অপচেষ্টা করছেন। ১শ ৫২ জন দলের নেতা-কর্মীর হত্যার মনগড়া গল্প বলে-দেশে আবার নতুন করে উত্তেজনা তৈরির পাঁয়তারা শুরু করেছেন। তিনি পরিকল্পিতভাবে ‘দলীয় কর্মী হত্যা তত্ত্ব’ বাজারজাত করার অপচেষ্টা করছেন। তিনি ১১ ফেব্রুয়ারী মঙ্গলবার সচিবালয়ে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে ওই কথা বলেন।
এসময় তিনি অভিযোগ করে বলেন, সরকার যখন দেশটাকে অশান্তি থেকে শান্তিতে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তখন বেগম খালেদা জিয়া আবারও অশান্তি সৃষ্টির অপচেষ্টা করছেন।
খালেদা জিয়ার কঠোর সমালোচনা করে তিনি বলেন, স্বাভাবিক রাজনীতির পথ ত্যাগ করে খালেদা জিয়া অস্বাভাবিক রাজনীতির পথ গ্রহণ করার পর, মিথ্যাচার এবং সহিংসতাকে রাজনৈতিক কৌশল হিসেবে গ্রহণ করেছেন। আবার মিথ্যা কথা বলে অশান্তি-উত্তেজনা সৃষ্টির উস্কানি দিচ্ছেন।