পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি : শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়নের পাশা পাশি রাস্তা ঘাটের অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করেছি। ৫ বছরে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে কোথাও ঠিকাদারী, দখলবাজিতে আমি বা আমার পরিবারের কেউ জড়িত ছিলনা। সাধ্যমত জনগনের সেবা করে সবাইকে সম্মান দিয়েছি। পেকুয়া উপজেলার শিলখালীতে গনসংযোগ ও মগনামার ফুলতলায় পথসভায় বক্তব্যকালে পেকুয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাফায়েত আজিজ রাজু উপরোক্ত কথা গুলো বলেন। ১১ ফেব্রæয়ারী পেকুয়া উপজেলা চেয়ারম্যান রাজুর সমর্থনে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীদের সাথে নিয়ে সকালে শিলখালী ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগ করেন। এসময় শিলখালী সাকোর পাড় স্টেশন, পেঠান মাতবর পাড়া সবুজ পাড়া, হাজীর ঘোনা, আলীচান মাতবর পাড়া, বাজার পাড়া এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এসময় তিনি সর্বস্থরের মানুষের সাথে কুশল বিনিময় করেন। এসময় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে শিলাখালী ইউনিয়ন বি.এন.পি যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে রাত ৮টার দিকে মগনামা ফুলতলা ষ্টেশনে একটি পথ সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মগনামা ইউনিয়ন বি.এন.পির সভাপতি ফয়সাল চৌধুরীর সভাপতিত্বে ও আবুতাহের হেলালীর পরিচালনায় অনুষ্ঠিত পথ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টইটং ইউপির চেয়ারম্যান মোসলেম উদ্দিন, শাহনেওয়াজ আজাদ, বি.এন.পি সমর্থিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী লুৎফা হায়দার রণি, উপজেলা শ্রমিকদলের সভাপতি মুজিবুল হক চৌধুরী, ছাত্রদলের সভাপতি মো.ইউসুফ রুবেল, হারুন অর রশিদ মানিক, এস.এম.জাকের হোছাইন, আমান উ্ল্লাহ আমান, জাকের উল্লাহ এম.ইউপি, তোফায়েল আহমদ প্রমুখ। পথ সভায় তৃণমুল পর্যায়ের নেতাকর্মী সহ ৫ শতাধিক লোক উপস্থিত ছিলেন।