টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসের মাইধারচালা এলাকায় মর্টার শেল বিস্ফোরণে ২ সেনাসদস্য ও ৩ বিজিবি সদস্য নিহত হয়েছেন। ১২ ফেব্রুয়ারী বুধবার সকাল সাড়ে ১১টার দিকের ওই ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরও অন্তত: ১৪ জন। আহতদের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, জয়পুরহাট থেকে বিজিবির একটি দল ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসে প্রশিক্ষণ গ্রহণ করতে আসে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার দু’জন সদস্য তাদের প্রশিক্ষণ দিচ্ছিলেন। এসময় একটি মর্টার শেল চালাতে গিয়ে বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই সেনাবাহিনীর ওই ২ ওয়ারেন্ট অফিসার ও ৩ জন বিজিবি সদস্য নিহত হন। আহত হন ১৪ বিজিবি সদস্য।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কবির ঘটনার সত্যতা স্বীকার করেছেন।