মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীর ফুতলা চা বাগানে এক চা-শ্রমিক নারী খুন হয়েছেন। খুন হওয়া চা-শ্রমিক নারী হলো সাবির্ত্রী বুর্নাজী (৩৫)। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় জুড়ী উপজেলার ফুলতলা চা বাগানের ৬নং সেকসনে। নিহত সাবির্ত্রী বুর্নাজী ফুলতলা ইউনিয়নের ফুলতলা চা-বাগানের ৬নং সেকসনের সাগর বুর্ণাজীর স্ত্রী। পুলিশ এ ঘটনায় দা সহ হত্যাকারী আসামী কাজল বুর্নাজী(২৮)কে গ্রেফতার করেছে ।
পুলিশ সূত্রে জানা যায়, সাবির্ত্রী বুর্নাজী ও তার স্বামী সাগর বুনার্জী তারা চা শ্রমিকের পাশাপাশি স্থানীয় ভাবে কবিরাজী সহ তাবিজজাত করে থাকেন। প্রতিবেশী কাজল বুণার্জীর সাথে কবিরাজী তাবিজজাত নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কাজল বুণার্জী দেশীয় দা দিয়ে সাবির্ত্রী বুর্নাজীকে কুপ দিলে ঘটনাস্থলে সে মারা যায় ।
খবর পেয়ে জুড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে মৌলভীবাজার মর্গে প্রেরণ করে । পুলিশএ ঘটনায় দা সহ হত্যাকারী আসামী কাজল বুর্নাজী(২৮)কে গ্রেফতার করেছে । গ্রেফতারকৃত কাজল বুর্নাজী(২৮) ফুলতলা ইউনিয়নের ফুলতলা চা-বাগানের ৬নং সেকসনের জিতু বুণার্জীর ছেলে ।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহবুর রহসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে ।