তাপস চন্দ্র সরকার, কুমিলা : কুমিল্লার নাঙ্গলকোটে কুখ্যাত ডাকাত ও অস্ত্রসহ একাধিক মামলার সাজা প্রাপ্ত আসামী বেলালকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ১২ ফেব্রুয়ারী বুধবার রাতে তাকে উপজেলার মান্দ্রা বাজার গ্রেফতার করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ মান্দ্রা বাজারে অভিযান চালিয়ে বেলালকে আটক করে। এ সময় পুলিশ তাকে নিয়ে বিভিন্ন স্থানে তল্লাশী চালিয়ে মান্দ্রা বাজারের পাশের পুকুর পাড় থেকে একটি গুলি বিহীন রিভলবার উদ্ধার করে। বেলাল নাঙ্গলকোটের শিবির নেতা শাহজান হত্যা মামলা, অস্ত্র মামলাসহ একাধিক মামলার সাজা প্রাপ্ত আসামী। এছাড়া বেলালের বিরুদ্ধে ডাকাতি,চুরিসহ বিভিন্ন মামলা আদালতের বিচারাধীন রয়েছে। বেলাল ডাকাত গ্রেফতার হওয়ায় এলাকাবাসী মিষ্টি বিতরন করে।
নাঙ্গলকোট থানার ওসি (অফিসার ইনচার্জ) নজরুল ইসলাম পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বেলাল হত্যা,অস্ত্র মামলাসহ একাধিক মামলার সাজা প্রাপ্ত আসামী।তাকে আটকের পর বিভিন্ন স্থানে তল্লাশী চালিয়ে গুলি বিহীন একটি রিভলবার উদ্ধার করা হয়।