কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়ায় জামায়াত কর্মীসহ দুই ব্যক্তিকে পুলিশ আটক করেছে। নির্বাচনপূর্ব সহিংস ঘটনায় দায়েরকৃত মামলায় তাদেরকে আটক করা হয়। আটক আ.গফুর শেখ (৪৫) পৌরসভাধীন ফজলু শেখের ছেলে ও আ.রাজ্জাক উপজেলার খোরদো গ্রামের এদোন সরদারের ছেলে। তারা হত্যা মামলা ও রাস্তার ধারে সরকারি গাছাকাটা মামলার আসামী বলে জানা গেছে।
থানা সূত্র জানায়, মঙ্গলবার সকালে উপজেলার খোরদো ফাঁড়ির পুলিশ সদস্যরা রাস্তার ধারে সরকারী গাছ কাটা মামলায় খোরদো থেকে জামায়াত কর্মী আ. রাজ্জাক সরদারকে আটক করে। এদিকে, নির্বাচনপূর্ব সহিংসতায় নিহত দেয়াড়া ইউনিয়ন যুবলীগ সা.সম্পাদক ছলিমপুর গ্রামের বাবুর স্বজনরা সোমবার বিকেলে পৌরসদরের মির্জাপুর গ্রাম থেকে ওই মামলায় অভিযুক্ত আ. গফুর শেখকে আটক করে থানা পুলিশে সোপর্দ করে। গত বছরের ১২ডিসেম্বর কলারোয়ায় আসার পথে মির্জাপুর গ্রামে দূর্বৃত্তদের হাতে নিহত যুবলীগ নেতা বাবু হত্যা মামলায় (নং-১১(১২)১৩) তাকে আটক দেখানো হয়েছে।