শ্যামলবাংলা ডেস্ক : বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংসদ নির্বাচনের মতো উপজেলায় নির্বাচনেও সরকার ‘একতরফা’ ভোট করার ষড়যন্ত্র করছে। তিনি ১১ ফেব্রুয়ারী মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় ওই কথা বলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও সাদেক হোসেন খোকার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ওই আলোচনা সভার আয়োজন করে।
![Shamol Bangla Ads](https://shamolbangla24.com/wp-content/uploads/2024/01/Ad-1-scaled.jpg)
এসময় তিনি বলেন, মিথ্যা মামলাসহ নানাভাবে দমন-পীড়নের মাধ্যমে সরকার এককভাবে উপজেলা নির্বাচন করতে চায়। তিনি এ ষড়যন্ত্র রুখতে ‘দুর্বার’ আন্দোলনের প্রস্তুতি নিতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
রিজভী বলেন, প্রতিদিন বিএনপির নেতাকর্মীদের গুম করা হচ্ছে, গ্রেফতার করে হত্যা করা হচ্ছে। উপজেলা নির্বাচনের প্রাক্কালে ক্রসফায়ারে মানুষ হত্যা করে সরকার ক্ষমতায় টিকে থাকার ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, সোমবার নাটোরের সিংড়া উপজেলার চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম খলিল হাইকোর্টে জামিনের জন্য এসেছিলেন। হাইকোর্ট প্রাঙ্গণ থেকে তাকেসহ ৫ জনকে আইন-শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে। তারা কোথায় আছেন কিংবা তাদের গ্রেফতার দেখানো হয়েছে কি-না- পুলিশের কাছে বার বার জানতে চেয়েও কোনো জবাব মেলেনি বলে অভিযোগ করেন রিজভী।
মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বেঙ্গল, সাদেক আহমেদ খানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
![](https://shamolbangla24.com/wp-content/uploads/2023/11/final01.gif)