শ্যামলবাংলা ডেস্ক : আলজেরিয়ায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত: শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বৃটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি)। স্থানীয় গনমাধ্যমের বরাত দিয়ে ১১ ফেব্রুয়ারী মঙ্গলবার বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির উত্তর-পূর্বাঞ্চলে ওই ঘটনা ঘটেছে। নিহতদের অধিকাংশই সামরিক বাহিনীর সদস্য।
দেশটির বেসরকারি টেলিভিশন স্টেশন ইনাহার জানায়, রাজধানী আলজিয়ার্স থেকে প্রায় ৫শ কিলোমিটার পূর্বে আওয়াম আল বওয়াগী প্রদেশের পার্বত্য এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে জরুরি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। উদ্ধারকাজ চলছে।