আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : উপজেলা নির্বাচন উপলক্ষে বরিশালের হিজলা উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা বরিশালের আগৈলঝাড়ায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বরিশাল-১ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর বরিশালের আগৈলঝাড়ার সেরালস্থ বাসভবনে হিজলা উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সুলতান মাহামুদ টিপুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুস এবং বরিশাল-৪ আসনের এমপি ও স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ। বর্ধিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন, হিজলা উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. কাজী জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, আওয়ামীলীগ নেতা আ. কাইউম খান, বেলায়েত হোসেন, তৌফিকুর রহমান, মো. ইসমাইল হোসেন, মো. আল-হোসেন, এনায়েত হোসেন হাওলাদার, মো. দেলোয়ার হোসেন, কিসমত জাহান কেয়া, সেলিনা ইসলাম তুহিন, রুমা বেগম ও মনি চৌধুরী। হিজলা উপজেলা চেয়ারম্যান পদে বর্ধিত সভায় ৬জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৮জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬জন তাদের প্রার্থীতা ঘোষণা করেন। তাদের মধ্যে একক প্রার্থী হিসেবে সমঝোতা না হওয়ায় নেতৃবৃন্দের কাছে প্রার্থীতা চূড়ান্ত করার জন্য দাবি জানান। বরিশাল-২ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুস বর্তমান চেয়ারম্যান সুলতান মাহামুদ টিপুকে উপজেলা চেয়ারম্যান পদে, পন্ডিত মো. শাহাবুদ্দিন আহম্মেদ ও নাজমা বেগমকে ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ঘোষণা করেন।
![](https://shamolbangla24.com/wp-content/uploads/2023/11/final01.gif)