শ্যামলবাংলা ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেছেন, রাজধানী ও প্রত্যন্ত পল্লির ব্যান্ডউইথের মূল্য সমান হবে। অচিরেই কার্যকর হবে এ সিদ্ধান্ত ।
মন্ত্রী ১১ ফেব্রুয়ারী মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিসিসি ভবনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আয়োজিত “ÒICT Indicators for Bangladesh” শীর্ষক কর্মশালায় ওই কথা বলেন।
মন্ত্রী বলেন, ডিজিটাল ডিভাইড দূর এবং তথ্যপ্রযুক্তিতে প্রান্তিক জনগোষ্ঠীর প্রবেশাধিকার নিশ্চিত করতে পল্লিঅঞ্চলে হাইস্পীড কানেকটিভিটি নিশ্চিত করে গ্রামীণ জনপদের অধিবাসীদের তথ্যপ্রযুক্তির সেবাসমূহ প্রাপ্তি নিশ্চিত করতে হবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব নজরুল ইসলাম খানের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, পরিসংখ্যান ও তথ্যব্যবস্থাপনা বিভাগের সচিব নজিবুর রহমান।
কর্মশালায় স্বাগত বক্তৃব্য রাখেন বিসিসির নির্বাহী পরিচালক এস এম আশফাক হুসেন। এবং মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বিসিসির পরিচালক এনামুল কবির।
কর্মশালায় আইসিটি নির্ভর উন্নয়নপরিকল্পনায় দেশের অগ্রযাত্রাকে পরিমাপ করার জন্য কিছু নিদের্শক প্রয়োজন। এই সকল নির্দেশকসমূহ ICT Indicators হবে বলে জানানো হয়।