মৌলভীবাজার প্রতিনিধি : মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার প্রতিবেদক মেহেরুন রুনির হত্যাকান্ডের বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ১২টা দিকে মাছরাঙা টেলিভিশনের আয়োজনে মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মাছরাঙা টেলিভিশন জেলা প্রতিনিধি ফেরদৌস আহমদের সভাপতিত্বে ও আনহার আহমেদ সমশাদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা অনলাইন জার্নালিষ্ট এসোসিয়শনের সভাপতি নুরুল ইসলাম শেফুল, ও সাধারন সম্পাদক মো: খালেদ পারভেজ বখশ,সাংবাদিক আজাদুর রহমান আজাদ, মো: মোস্তফা, আনহার আহমেদ সমশাদ, মো: জসিম উদ্দিন, জিয়া সাহিত্য পরিষদের সভাপতি সৈয়দ নেপুর আলী, সমাজসেবক এম এ নিশাদ প্রমুখ। বক্তারা বলেন, হত্যাকান্ডের দুবছর পেরিয়ে যাওয়ার পর ও সরকার খুনিদের সনাক্ত করতে পারেনি। অবিলম্বে ঘাতকদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান।এ কর্মসূচিতে জেলার প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দরা অংশ গ্রহন করেন। উল্লেখ্য ২০১২ সালে ১১ ফেব্রæয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় রহস্যজনকভাবে খুন হন সাগর-রুনি দম্পতি। পরে সকালে পুলিশ তাঁদের রক্তাক্ত লাশ উদ্ধার করে।