মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর-মহাজনপুর সড়কে মুজিবনগর উপজেলার কোমরপুর বাজারের কাছে আলগামনের ধাক্কায় লিখন (১২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার বিকেল ৫ টার দিকে।
এলাকাবাসী জানায়, ঘটনার সময় মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের খেজমত আলীর নাতি লিখন দেঁৗঁড়ে বাড়ির ভিতর থেকে রাস্তা পার হচ্ছিল। ওই সময় মেহেরপুর থেকে মহাজনপুরগামী একটি আলগামন তাকে ধাক্কা দেয়। এতে সে মারাত্মক আহত হয়। তাকে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। খবর পেয়ে মুজিবনগর উপজেলার কোমরপুর ক্যাম্প পুলিশ লাশ উদ্ধার করে।
নিহত লিখন মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের টেংরামারী গ্রামের জামালউদ্দিনের ছেলে। সে তার নানার বাড়ি কোমরপুর গ্রামে থাকত।
মেহেরপুরে জেলা কৃষিঋণ কমিটির সভা অনুষ্ঠিত
মেহেরপুরে জেলা কৃষিঋণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১২টার সময় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাহামুদ হোসেন। সোনালী ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল মান্নানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, বাংলাদেশ কৃষি ব্যাংক আঞ্চলিক ব্যবস্থাপক রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক শেখ ইফতেখার হোসেন, সোনালী ব্যাংক ম্যানেজার মাহবুবুর রহমান প্রমুখ। সভায় কমিটির অন্যান্য ব্যাংক সদস্যরা উপস্থিত ছিলেন।
মেহেরপুরে ব্রেস্ট ফিডিং বিষয়ে সাংবাদিকদের অংশ গ্রহণে মত বিনিময় সভা
মেহেরপুর সিভিল সার্জন ডা. আবদুস শহীদ বলেছেন, শিশুর শারীরিক ও মানসিক বিকাশে মায়ের দুধ অপরিহার্য। জন্ম থেকে ৬ মাস বয়স পর্যন্ত শিশুকে শুধুমাত্র মায়ের দুধ দিতে হবে। গতকাল সোমবার বিকালে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে ব্রেস্ট ফিডিং বিষয়ে সাংবাদিকদের অংশ গ্রহণে এক ওরিয়েন্টেশনে সভাপতির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। আইন অমান্য করে যারা বিকল্প শিশু খাদ্য বাজারজাত করছে তাদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগের আহবান জানান তিনি। সেই সাথে শিশুকে মায়ের বুকের দুধ নিশ্চিত এবং বিকল্প শিশু খাদ্য (গুড়ো দুধ জাতীয়) পরিহার করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. এম এ বাশার, মেহেরপুর জেনারেল হাসপতালের তত্বাবধায়ক ডা. নজরুল ইসলাম ও গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিধান চন্দ্র ঘোষ। প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের মনিটরিং অফিসার নাসিরউদ্দীন ও স্বপন কুমার মন্ডল। বক্তব্য রাখেন মেহেরপুর রিপোর্টার্স ইউনিটি সভাপতি রফিক-উল আলম। এসময় মেহেরপুরের স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মেহেরপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
মেহেরপুর জেলার উন্নয়ন ও সমস্যা মূলক কর্মকান্ড নিয়ে গতকাল সোমবার বেলা সাড়ে ১০ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন, সিভিল সার্জন ডা. আবদুস শহীদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কুমার মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা কৃষি স¤প্রসারণ বিভাগের উপপরিচালক শেখ ইফতেখার হোসেন, গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম তৌফিকুজ্জামান, সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী আহসান উল কবীর, মেহেরপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক আবু বকর সিদ্দিক, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা একেএম শফিউল আযম, জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী আব্দুল ওয়াদুদ, জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. নজরুল ইসলাম, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিক-উল আলম, ভেটিনারী সার্জন ডা. কিশোর কুমার কুন্ডু প্রমুখ।
মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী আহত
মেহেরপুর গাংনী উপজেলার কাথুলী থেকে সদর উপজেলার কালিগাংনী নিজ বাড়িতে যাওয়ার পথে এক এসএসসি পরীক্ষার্থী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, গাংনী উপজেলার ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী কালিগাংনী গ্রামের কলোনীপাড়ার সাইফুল আলমের ছেলে একলাছ আলী (১৬) গতকাল সোমবার দুপুরে কাথুলী থেকে বাসযোগে কালিগাংনী আসছিল। কালিগাংনীতে বাস থেকে নামতেই বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেহেরপুর বাস্তহারা লীগের নির্বাচনী গনসংযোগ অনুষ্ঠিত
গতকাল সোমবার বিকেলে মেহেরপুর জেলা বাস্তহারা লীগের উদ্যোগে সদর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ মোঃ গোলাম রসুলের পক্ষে নির্বাচনে গনসংযোগ করা হয়েছে। জেলা বাস্তহারা লীগের সভাপতি সামছুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক ফিরোজ আলীর নেতৃত্বে মেহেরপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের ঘাটপাড়া, নতুনপাড়া ও ঘোষপাড়াসহ শহরের বিভিন্ন স্থানে গনসংযোগকালে তারা আলহাজ গোলাম রসুলের আনারস প্রতীকের পক্ষে দোয়া ও সমর্থন কামনা করেন। এসময় বাস্তহারা লীগের সহসভাপতি মিজানুর রহমান রানা, যুগ্ম সম্পাদক মতিয়ার রহমান মুকুল, সদস্য সিরাজুল, মজিদ, পটল, লালন, সেলিম,ইমরান প্রমুখ উপস্থিত ছিলেন।