ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : ভোলাহাটে অর্থনৈতিকভাবে পশ্চাদপদ এলাকার জনগণের দারিদ্র বিমোচন ও জীবিকা নির্বাহ নিশ্চিতকরণ প্রকল্পের বিকল্প আয় বর্দ্ধকমূলক (এআইজিএ) কর্মসুচীর সুফলভোগীদের প্রশিক্ষণ কর্মশালা উপজেলা মৎস্য দপ্তরের ব্যবস্থাপনায় মঙ্গলবার সকালে উপজেলা বিআরডিবি হলরুমে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে দু’দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা মৎস্য অফিসার (ভার:) ওয়ালিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা একরামুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এস.এম খুরশিদ আলম, উপজেলা মৎস্য স¤প্রসারণ কর্মকর্তা নিলুফা সুলতানা। উপজেলার ২৫জন বিকল্প আয়বর্দ্ধক সুফলভোগী পুরুষ-মহিলাদের মাঝে প্রশিক্ষণ দেয়া হয়।