ads

মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০১৪ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাসাইলে ট্যাফে ট্রাকটর ও নছিমনের বেপরোয়া চলাচল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ১১, ২০১৪ ১২:০৭ অপরাহ্ণ

basail pictureআবুল কাশেম , বাসাইল (টাঙ্গাইল) : বাসাইলে অবৈধ ট্যাফেট্রাকটর ও নছিমনের অবাধ চলাচলে বিভিন্ন এলাকার রাস্তাঘাট নষ্ট হয়ে যাচ্ছে। কখনো কখনো এসব যান মানুষের মরণ ফাঁদ তৈরি করছে। প্রশাসনের নাকের ডগায় এসব যান চলাচল করলেও এ ব্যাপারে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না।

Shamol Bangla Ads

নিয়ম অনুযায়ী ট্যাফে ট্রাকটার হাল চাষে ব্যবহারের কথা থাকলেও এলাকার প্রভাবশালীরা এর সাথে মালবাহী বডি সংযোজন করে মাটি ও পণ্য বহনের কাজেও ব্যবহার করছে। এতে করে উপজেলার ৬টি ইউনিয়নের সংযোগ সড়কসহ বাসাইল সদর, দক্ষিণপাড়া, পূর্বপাড়া, পশ্চিমপাড়া, উত্তরপাড়া, বালিনা, আদাজান, ছনকাপাড়া, কলিয়া, সুন্যা, কাউলজানী, মান্দারজানীসহ প্রায় সবকটি রাস্তায় এ ঘাতক যান চলাচল করে জনসাধারনের চলাচলের অনুপযোগী করে ফেলছে। অবাধ চলাচলে এসব সড়কের বিভিন্ন স্থানে গর্ত হয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে। ফলে যানবাহন চলাচল করা ও পণ্য পরিবহন অত্যন্ত ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। এসব রাস্তার কোথাও কোথাও এত ভয়াবহ খানা খন্দ সৃষ্টি হয়েছে যে সামান্য বৃষ্টি হলেই তা সাধারণের ব্যবহারের অনুপযোগী হয়ে পরে। রাস্তার এ বেহাল দশার কারণে রিক্সা-ভ্যান, অটোটেম্পু, সিএনজি ও অন্যান্য গাড়িচালকরা গাড়ী নিয়ে দ্বিতীয়বার আসতে চায় না এ রাস্তায়। আসলেও দ্বীগুন – তিনগুন ভাড়া গুনতে হয় যাত্রীদের। ফলে চরম বিপাকে পড়ে সাধারণ মানুষেরা। রুট পারমিট ও ড্রাইভিং লাইসেন্স বিহীন এসব যানবাহনের অদক্ষ চালকদের বেপরোয়া চলাচলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটানা।
উল্লেখ্য, গত এক বছরে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ছনকাপাড়ায় শিশু নিহত , সুন্যাতে যুবক এবং সৈদামপুরে স্কুল ছাত্র নিহতসহ আহতের সংখ্যা অর্ধশতাধিক। এছাড়াও পৌর এলাকার রাস্তা গুলোতে যত্রতত্র এসব যানের অবৈধ পার্কিং ও চলাচলের কারণে প্রতিনিয়ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও পথচারিরা দুর্ঘটনার শিকার হচ্ছে।
জানা যায় বাসাইলে প্রায় শতাধিক ট্যাফেট্রাকটর রয়েছে। ভুক্তভুগী বাসাইল দক্ষিন পাড়ার মাইক্রোবাস চালক মো.বাছেদ মিয়া জানান, প্রায় প্রতিদিনই এ সড়কে গাড়ী খাদে পড়ে বিকল হয়ে যায়। বাসাইল সদর থেকে বালিনা ভৈরপাড়া পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তার বেহাল দশা হওয়ার কারণ দলীয় ও প্রভাবশালী মহল বালিনা ভৈরপাড়া ঝিনাই নদী থেকে প্রায় কোটি টাকার বালু উত্তোলন করে রেখেছে। সে বালু ট্যাফেট্রাকটর দিয়ে উপজেলার বিভিন্ন স্থানে নেয়ার ফলে এসব সড়কের বিভিন্ন স্থানে গর্ত হয়ে ধসে যাওয়ায় যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অবৈধ এ ঘাতক যান বাসাইল থেকে উঠিয়ে দেয়ার দাবি বাসাইলবাসীর এবং জরুরী ভিত্তিতে সড়ক মেরামতের দাবী জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।
এ ব্যাপারে বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন আরা বেগম বলেন, রেজিষ্ট্রেশন বিহীন ট্যাফেট্রাকটরের বিরুদ্ধে আমরা গত ৩০ জানুয়ারি কাঞ্চনপুর চৌরাস্তায় মোটর বাইক আইনে মোবাইল কোর্ট বসে ২টি ট্যাফেট্রাকটর মালিককে ১ হাজার টাকা করে জরিমানা করেছি। পর্যায়ক্রমে উপজেলার সবকটি এলাকায় মোবাইল কোর্ট বসে ট্যাফেট্রাকটর মালিকদের বিরুদ্ধে উচ্চ পর্যায়ে জরিমানা অথবা কঠোর শাস্তির ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন, উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা যদি তাদের এলাকায় ট্যাফেট্রাকটর চলাচল নিষেধ করে দেয় তাহলে এ অবৈধ ট্যাফে ট্রাকটর বাসাইল থেকে উঠিয়ে দেয় সম্ভব হবে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!