নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে পৌরসভার মেয়র সুশান্ত কুমার সরকারের আয়োজনে সোমবার দিনব্যাপি নন্দীগ্রাম পৌরসভায় একদিনের চক্ষুশিবির উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার অভিজিৎ রায়। দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতালের ডা.মোলা জালাল হোসেনের নেতৃত্বে ৮ সদস্যের চিকিৎসকরা চক্ষুচিকিৎসা সেবা প্রদান করেন। ওই সময় উপস্থিত ছিলেন, মেয়র সুশান্ত কুমার সরকার, কাউন্সিলর সাইদুল ইসলাম মিলন, আকরাম হোসেন, সিহাব-উন-নবী, আখতারুজ্জামান উজ্জ্বল, আনোয়ার হোসেন, আবু সাঈদ মিলন, রোজিনা আকতার রোজী ও সাইদা খাতুন প্রমুখ। উক্ত চক্ষুশিবিরে প্রায় ৮ শ’ মানুষের চক্ষুসেবা প্রদান করা হয়েছে।